সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


সিডনিতে “আমার বাংলাদেশী” এর আয়োজনে বাংলা মেলা অনুষ্ঠিত


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৬

আপডেট:
৩১ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৩

বিজয় মেলায় গান পরিবেশন করছে ঐক্যতান সংগঠন

প্রভাত ফেরী: প্রতি বছরের ন্যায় এই বছরও বিজয় দিবস উপলক্ষে সিডনিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলা বিজয় মেলা’। সিডনি প্রবাসী সাংস্কৃতিক সংগঠন “আমার বাংলাদেশী” উক্ত বিজয় মেলার আয়োজন করে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন প্রভাত ফেরী, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল একাডেমিসহ অন্যান্য প্রতিষ্ঠান।

বিজয়ের এই মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ল্যাকেম্বার এমপি জিহাদ দিপ, ক্যানটাবুরি-ব্যাঙ্কসটাউনের মেয়র খাল আসফর, প্রাক্তন ডেপুটি মেয়র কার্ল সালেহ ও কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু।

মেলায় শিশুদের পরিবেশনা

অনুষ্ঠানে শিশু কিশোরদের নানান সংগঠন অংশগ্রহণ করে।তাদের মধ্যে অন্যতম সংগঠন ড্রীম ওয়ার্ল্ড, কিশলয় কচিকাঁচা, বাংলার আবহমান গানের ধারক সৃষ্টি ও ঐকতান। অনুষ্ঠানে সংগঠনগুলো নানান রকমের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ গ্রহন করে। এছাড়াও কুমকুম শর্মা, মুনা মুসতাফা, রূপকথা, রানা শরীফ, পলি, রুমাইসা, শুচি, নিলয়, আরমান, সাব্বির, আতিক হেলাল, মিতা আতিক প্রমুখ গান, কবিতার মাধ্যমে বিজয়ের এই অনুষ্ঠানকে আরো রাঙিয়ে তুলে। বিজয়ের এই মেলার বাদ্যযন্ত্রের মনোরম পরিবেশনা করেছেন সোহেল, শুভ খান, তপন, সোহান।

অনুষ্ঠানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজুল হক এবং মোহাম্মদ মোবারক হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।

অপরদিকে, প্রবাসে সাংবাদিকতা ও সামাজিক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ আবদুল্লাহ ইউসুফ শামীম ও নাইম আবদুল্লাহ’কে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

মেলায় আগত অতিথিদের একাংশ

আয়োজকরা জানান, আমাদের শিশু কিশোরদের অন্যান্য সংস্কৃতির সাথে পরিচিত করতে, বাংলাদেশী সংস্কৃতি চর্চায় উৎসাহিত এবং তা বিশ্বের কাছে তুলে ধরাই আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। এতে আমাদের কমিউনিটি আরও শক্তিশালী হয়ে অষ্ট্রেলিয়ার বৃহত্তর সমাজে ইতিবাচক অবদান রাখবে বলে আমরা আশা করি।

সবশেষে বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরন এবং আগত সকল অতিথিদেরকে ধন্যবাদজ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top