সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


সিডনি প্রবাসী বাংলাদেশি কবি ও লেখক নাইম আবদুল্লাহকে সম্মাননা


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২১

আপডেট:
১৯ মে ২০২৪ ০৪:২০

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী: বাংলাদেশি খ্যাতনামা কবি ও লেখক নাইম আবদুল্লাহ আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদ স্বপ্নের সাতকাহন দ্বিতীয় খণ্ডের যৌথ কাব্য গ্রন্থ সম্মাননা পেয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারী (রবিবার) তাকে এ সম্মাননা দেয়া হয়। বর্তমানে তিনি সিডনি বসবাস করছেন এবং সিডনিতে একটি ব্যাংকে কর্মরত আছেন।

বাংলা একাডেমীর আয়োজিত বই মেলায় গত ১৬ ফেব্রুয়ারী (রবিবার) বিকেলে স্বপ্নের সাতকাহন দ্বিতীয় খণ্ডের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এই সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয় কবি ও লেখক নাইম আবদুল্লাহকে।

মাধ্যমিক বিদ্যালয় থেকে লেখালেখি শুরু করেন সিডনি প্রবাসী নাইম আবদুল্লাহ। তার সে সময়ের লেখাগুলো প্রকাশিত হত বিদ্যালয়ের বার্ষিক পত্রিকায়। এরপরে লিখতে থাকেন নিজ উদ্যোগে প্রকাশিত দেয়াল পত্রিকা “ডুব সাঁতার” এবং কলেজের পত্রিকা ও সাময়িকীগুলোতে।

বিশ্ববিদ্যালয়ের গন্ডি থেকেই ফ্রি ল্যান্সার হিসেবে পত্রিকায় রিপোর্টিং এবং ফটোগ্রাফির কাজ শুরু করেন।অস্ট্রেলিয়া ও বাংলাদেশের অনেকগুলো পত্রিকায় তিনি নিয়মিত গল্প ও কবিতা লেখেন।

বর্তমানে তিনি বিদেশ বাংলা টুয়েন্টিফোর ডটকম ও সিডনি প্রতিদিন এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। যা সিডনি থেকে নিয়মিত প্রকাশিত হয়। এছাড়াও তিনি বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম ও ডিবিসি নিউজের সিডনি প্রতিনিধির দায়িত্বে রয়েছেন। লেখক নাঈম আবদুল্লাহ অস্ট্রেলিয়ায় জন্মভুমি টেলিভিশনের ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অনেকদিন ধরে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top