সিডনী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


৫ ই আগষ্ট থেকে সিডনিতে শুরু হচ্ছে মিউচুয়াল হোমস ব্যাডমিন্টন টুর্নামেন্ট


প্রকাশিত:
১৫ জুলাই ২০১৮ ০৩:১৩

আপডেট:
৯ মে ২০২৪ ২১:০১

৫ ই আগষ্ট থেকে সিডনিতে শুরু হচ্ছে মিউচুয়াল হোমস ব্যাডমিন্টন টুর্নামেন্ট

অস্ট্রেলিয়া প্রবাসীদের নিয়ে সিডনিতে ”মিউচুয়াল হোমস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৮’ ৫ ই আগষ্ট , রোববার থেকে শুরু হচ্ছে। চারদিন ব্যাপী প্রতিযোগিতার খেলাগুলো পেরি পার্ক, অস্ট্রেলিয়ান ন্যাশনাল স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।এই উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন (বিবিএ) গত ১১ জুলাই ২০১৮ সন্ধ্যায় সিডনির স্থানীয় একটি রেস্টুরেন্টে কমিউনিটি গণ মাধ্যমের কর্মীদের সঙ্গে একটি প্রেস ব্রিফিং আয়োজন করে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে পুরুষ বিভাগে ২৪ জন ও মহিলা বিভাগে বেশ কয়েকজন খেলোয়াড় অংশগ্রহণ নিশ্চিত করেছে।



দুটি ইভেন্টে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হচ্ছে- পুরুষ দ্বৈত এবং মহিলা একক। এবারের এই প্রতিযোগিতা যেকোন বারের থেকে আরো বড় পরিসরে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে । টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ খেলোয়াড়দের জন্য থাকছে আকর্ষণীয় প্রাইজমানি ও পুরষ্কার। এ ছাড়া প্রত্যেক ম্যাচের বিজয়ীদের জন্যও থাকবে পুরস্কার।



মিউচুয়াল হোমস ব্যাডমিন্টন টুর্নামেন্ট



সংবাদ সম্মেলনে বিবিএ সভাপতি শামীম হোসেন তার বক্তব্যে বলেন, “২০০৪সালে বিবিএ আনুষ্ঠানিকভাবে দশ টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু করে ছিল । এই বছর এই টুর্নামেন্টের দশম আসর অনুষ্ঠিত হবে। আমরা এবার প্রায় ত্রিশ টি দলের উপস্থিতি আশা করছি।”সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও মিউচুয়াল হোমসের কর্নধার এনাম হক । তিনি বলেন ” আমি দীর্ঘদিন ধরে কমিউনিটির অগ্রযাত্রায় পাশে থাকার চেষ্টা করছি । তারই অংশ হিসাবে বাংলাদেশ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন (বিবিএ)’র এই টুর্নামেন্টে পৃষ্ঠোপোষকতায় এগিয়ে এসেছি। কমিউনিটির যেকোন ইতিবাচক কর্মকান্ডে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।



badminton 3



সংবাদ সম্মেলনে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন কাউন্সিলের কাউন্সিলর শাহে জামান টিটু, মোঃ হুদা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ উপস্হিত ছিলেন।



মিউচুয়াল হোমস ব্যাডমিন্টন টুর্নামেন্টের যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন শামীম হোসেন -০৪০১৬৮৩৭৯২, আদনান- ০৪৩৩৯৯৫৪৩০।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top