সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


শরীয়তপু‌রে বাস খাদে: নিহত ৩, আহত ২৫


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০১৯ ০৫:১১

আপডেট:
২০ মে ২০২৪ ২০:৫১

শরীয়তপু‌রে বাস খাদে: নিহত ৩, আহত ২৫

প্রভাত ফেরী ডেস্ক: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাস উল্টে ‍দুজন এবং হতাহতদের উদ্ধার করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আরেকজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।



মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ডামুড্যা-শরীয়তপুর সড়কে উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন- উপজেলার সিড্যা গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. কামরুজ্জামান (৪৪) ও ডামুড্যা পৌরসভার কুলকুড়ি এলাকার খালেক মোল্লার ছেলে জুলহাস মোল্লা (২৮)।



পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ডামুড্যা থেকে একটি বাস দ্রুতগতিতে শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিল। ডামুড্যা খেজুরতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন কামরুজ্জামান এবং গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান ইয়াকুব।



ঘটনাস্থলেই নিহত হন কামরুজ্জামান এবং পরে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার সময় মারা যান  ইয়াকুব। পরে দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জুলহাস। এছাড়া বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রি আহত হয়েছেন। আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপেলক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।



দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. মোহাইমিনুল ইসলাম বলেন, ‘কামরুজ্জামান ও ইয়াকুব দুর্ঘটনায় মারা যান। এছাড়া হতাহতদের উদ্ধার করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খালেক। আহত লোকজনকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top