গাজীপুরে ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০১৯ ০৭:২৫

আপডেট:
১৬ ডিসেম্বর ২০১৯ ০৭:২৬

অগ্নিকাণ্ডের প্রতীকী ছবি

প্রভাত ফেরী ডেস্ক: গাজীপু‌র সদর উপ‌জেলার বা‌ড়িয়া ইউ‌নিয়‌নের কেশোরিতা এলাকার লাক্সারি নামের একটি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোরিতা এলাকার লাক্সারি ফ্যান তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে কর্মচারীরা এদিক-সেদিক ছুটতে শুরু করেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বের হতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে। খবর পাওয়ার পর দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানে ১০জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, ‘কারখানাটি তিন তলা। তবে দোতলা পর্যন্ত বিল্ডিং। এর উপরে টিনের শেড। পুরোটাই পুড়ে গেছে। নিহত ১০ জনের পুড়ে যাওয়া মরদেহ কারখানার ভেতরে পাওয়া গেছে। আরও হতাহত থাকতে পারে। ভেতরে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো তল্লাশি অব্যাহত রেখেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


Top