মহান ভাষা সৈনিকদের স্মরণে আয়োজিত প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্কের সদস্যগণ


প্রকাশিত:
২ মার্চ ২০২৫ ১৬:৩৩

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১৪:১৫

সংগৃহীত

সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্কের সদস্যগণ অংশগ্রহণ করেন একুশে ফেব্রুয়ারির মহান ভাষা সৈনিকদের স্মরণে আয়োজিত প্রভাত ফেরিতে। গত
২৩ শে ফেব্রুয়ারি, রবিবার, অ্যাসফিল্ড পার্কে, আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে, একুশে একাডেমি অস্ট্রেলিয়া আয়োজন করে এই অনুষ্ঠান।

আমাদের মহান ভাষা সৈনিকদের অবিস্মরণীয় আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের প্রতি সম্মান জানায় SBWN।

সংগঠনটির প্রেসিডেন্ট ডক্টর নাহিদ সায়মা বলেন, "আমাদের বাংলাদেশি অস্ট্রেলিয়ান কম্যুনিটির নতুন প্রজন্মের কাছে মহান ভাষা আন্দোলনের বীর শহিদ দের বার্তা পৌঁছানো আমাদের দায়িত্ত। এছাড়া, প্রবাসী জীবনে বাংলা ভাষা কে প্রানে ধারন করে এগিয়ে চলার জন্যই SBWN এর প্রভাত ফেরি তে যোগ দেওয়া।"
.pm


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top