সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


গোপালগঞ্জে ৫ শ্রমিকসহ সারাদেশে সড়ক দূর্ঘটনায় নিহত ৯, আহত ৪২


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫৬

আপডেট:
১৭ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৫

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও নসিমনের সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছে। এ ছাড়া রাঙামাটি, জামালপুর ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছে। এসব ঘটনায় সব মিলে ৪২ জন আহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও সাতজন। হতাহতরা সবাই নছিমনের যাত্রী ছিল। নিহতদের মধ্যে চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে।

তারা হলো- কাশিয়ানী উপজেলার তিতা গ্রামের রাফিক মোল্লার ছেলে বদির মোল্লা (২৪), একই গ্রামের বেলায়েত মুন্সির ছেলে সুমন মুন্সি (২০), বজলু ফকিরের ছেলে মিজান ফকির (৪০) ও আবি মোল্লার ছেলে সিরাজুল ইসলাম মোল্লা (৩০)। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল খান জানান, পোনায় ফিডার সড়ক থেকে একটি নছিমন মহাসড়কে ওঠার সময় ফালগুনী পরিবহনের একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে আরও দুজনের মৃত্যু হয়। আহত ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গোপালগঞ্জে নেওয়ার পথে সিরাজুলের মৃত্যু হয় বলে জানান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক। এ ছাড়া ফরিদপুরে নেওয়ার পর অন্য একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অঞ্জন কুমার সাহা।

এদিকে দেশের আরও কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ বেশ কয়েকজন নিহত হয়েছে। রাঙামাটির সাপছড়িতে পিকনিক বাস উল্টে বাসের হেলপার নিহত হয়েছে। জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে। অন্যদিকে একই জেলার বকশীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

কুমিল্লা : শুক্রবার দুপুরে কুমিল্লার নিমসার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন আহাম্মেদ নিহত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটোরিকশা করে রাস্তার অন্য পাশে যাওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে সুজন নিহত হন। আহত অবস্থায় সুজনের মা ও ভাবিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

রাঙামাটি : শুক্রবার সকালে রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের শালবাগান পুলিশ ক্যাম্প এলাকায় পিকনিক বাস উল্টে একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। আহতরা সকলে চট্টগ্রামের কেইপিজেডের টেনডেক্স লিমিটেড নামের একটি চায়না ফার্নিচার কারখানা শ্রমিক।

জামালপুর : জেলার ইসলামপুর উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার দুপুরে একজন নিহত ও অন্য দুজন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম দেলু মিয়া (৩৫)। সে দেওয়ানগঞ্জ উপজেলার খরমা বাজার এলাকার মৃত শামছুল মিয়ার ছেলে ও স্থানীয় একটি ইটভাঁটার শ্রমিক। জানা যায়, কাজ শেষ করে দেলু মিয়া তার সঙ্গী সুন্দর আলীকে সঙ্গে নিয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

এদিকে জেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর এলাকায় শুক্রবার সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক যুবক। নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম রফিকুল ইসলাম (২২), সে দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top