সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


ভাষা আন্দোলনের স্মৃতিতে ৫২ তলা ভবন হবে পূর্বাচলে


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১৬

আপডেট:
৬ মে ২০২৪ ১৭:২৯

ফাইল ছবি

প্রভাত ফেরী: রাজধানীর পূর্বাচলের ১৯ নাম্বার সেক্টরে ভাষা আন্দোলনের স্মৃতিতে গড়ে তোলা হচ্ছে ৫২ তলা একটি ভবন। একই জায়গায় নির্মিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতে ৭১ তলার অন্য একটি ভবন। এ ছাড়াও হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিগ্যাসি স্মরণে দেশের বৃহত্তম ১১১ তলা ভবন।

আইকনিক এই তিনটি ভবনের পাশাপাশি একই জায়গায় গড়ে উঠছে ৪০ তলার নতুন আরও ৪৯টি ভবন। প্রায় ৯৬ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের ইতোমধ্যেই প্রায় ৬০ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগের সংস্থান করা হয়েছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা।

বুধবার এই ভবনগুলোর কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, এটা সত্যিই গর্বের যে এই আইকনিক টাওয়ারে প্রতিফলিত হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিগ্যাসি। তিনি ২০২০-এর মধ্যেই ভবনগুলোর মূল কাজ শুরু করে ২০২৪-এর মধ্যে দৃশ্যমান অগ্রগতির আশা করেন।

তিনি বলেন, ভবনগুলোতে প্রথম দুই বছরেই প্রায় ৩০ হাজার কোটি টাকার নির্মাণসামগ্রী ক্রয় করা হবে যা দেশের অর্থনীতি ও নির্মাণ শিল্পে বড় ভূমিকা রাখবে। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদুল্লাহ খন্দকার, রাজউক চেয়ারম্যান সৈয়দ নূর আলম।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পূর্বাচল সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক নামে রাজউকের আইকনিক টাওয়ার তৈরির কাজটি দরপত্রের মাধ্যমে শিকদার গ্রুপ ও কাজিমা করপোরেশন জাপান যৌথভাবে নির্বাচিত হয়। ইতোমধ্যেই প্রকল্পে মাটি পরীক্ষা, যানবাহন ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমীক্ষা প্রতিবেদন রাজউকে জমা দেওয়া হয়েছে। শুধু তাই নয় প্রকল্পের খসড়া মাস্টারপ্ল্যান ও ডিজাইনও রাজউকে জমা দেওয়া হয়েছে। সম্প্রতি স্মার্ট ও নান্দনিক আইকনিক টাওয়ারের এই ডিজাইনের জন্য রাজউক আন্তর্জাতিক একটি পুরস্কার লাভ করে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top