সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


বনানী কবরস্থানে শায়িত হবেন গাজী মাজহারুল আনোয়ার


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২২ ০১:২৯

আপডেট:
১৯ মে ২০২৪ ০১:০২

 

আগামীকাল সোমবার বনানী কবরস্থানে মায়ের কবরে শায়িত হবেন কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার।

গাজী মাজহারুল আনোয়ারের ভাগ্নে উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় জানিয়েছেন, সোমবার সকাল ১১টায় এই গীতিকারকে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে শহীদ মিনারে। এরপর তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে এফডিসিতে। সেখানে হবে প্রথম জানাজা।

গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তিনি বাবার মৃত্যু সংবাদ শুনে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। সোমবার সকাল পর্যন্ত গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমাগারে রাখা হবে।

ছেলে উপল বলেন, ‘আমার বোন ও চাচা দেশের বাইরে রয়েছেন। এখন আমরা আমার বোন ও চাচার জন্য অপেক্ষা করছি। ’

জানা গেছে, কয়েক দিন থেকে এসিডিটির সমস্যায় ভুগছিলেন তিনি। আজ সকালে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল।

গাজী মাজহারুল আনোয়ার ২০ হাজারেরও বেশি গানের গীতিকার। যার অসংখ্য গান মানুষের মুখে মুখে। তার মধ্যে অন্যতম ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘জন্ম আমার ধন্য হলো’র মতো দেশাত্মবোধক গান যেমন আছে, তেমনি সিনেমার জন্য আছে ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘যার ছায়া পড়েছে’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’, ‘ইশারায় শিস দিয়ে’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই মন তোমাকে দিলাম’-এর মতো কালোত্তীর্ণ আধুনিক গান।

বিবিসি বাংলা তৈরীকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top