সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


মারা গেছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৬

আপডেট:
১৯ মে ২০২৪ ০৪:২০

 

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামান (৫৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মহাপরিচালকের স্টাফ অফিসার মো. মাহমুদুন নবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহম্মদ কামরুজ্জামান বেশ কিছু দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সিঙ্গাপুর সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। আজ রাতে তার লাশ দেশে আসার কথা রয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় মন্ত্রী বলেন, কামরুজ্জামানের কর্মজীবন সরকারি কর্মকর্তাদের জন্য প্রেরণা হয়ে থাকবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top