সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


অক্ষয় কুমার ও মোদিকে নিয়ে ব্যঙ্গ করলেন প্রকাশ রাজ


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২২ ০২:২৭

আপডেট:
১২ ডিসেম্বর ২০২২ ০২:৩৩

 

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। তার সর্বশেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই সঙ্গে ব্যঙ্গের শিকারও হচ্ছেন তিনি। সম্প্রতি মারাঠি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন অক্ষয় কুমার।

প্রথমবারের মতো মারাঠি চলচ্চিত্রে কাজ করছেন তিনি। মহেশ মাঞ্জরেকার পরিচালিত ঐতিহাসিক পটভূমির উপরে নির্মিত ‘বেদাত মারাথে বীর দৌদালে সাত’-এ ছত্রপতি শিবাজীর চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। আর সেটি প্রকাশের পর থেকেই আবারো ব্যঙ্গের শিকার হচ্ছেন বলিউড খিলাড়ি। কঠোর সমালোচনার সম্মুখীন হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলিংয়ের পাশাপাশি এবার আরেক গুণী অভিনেতার আক্রমনের শিকার হলেন অক্ষয়।

দক্ষিণের শক্তিমান অভিনেতা প্রকাশ রাজ সম্প্রতি অক্ষয়ের শিবাজী লুকের চেহারা এবং বৈদ্যুতিক আলোর ত্রুটির জন্য অভিনেতাকে নিয়ে উপহাস করেছেন।

সিনেমার একটি পোস্টারে অক্ষয় কুমারকে ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্রে দেখা যায়। দৃশ্যটিতে একটি ঝাড়বাতির ফ্রেমকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ঝাড়বাতিটির সমস্ত রিম জুড়ে আলোর বাল্ব লাগানো আছে৷ অথচ ছত্রপতি শিবাজি মহারাজের রাজত্বকালের (১৬৩০-১৬৮০) সময় আলোর বাল্ব তৈরিই হয়নি! ব্যস, এই নিয়েই শুরু হয় বিতর্ক। যে বিতর্কের আগুনে ঘি ঢেলে আরো উস্কে দিলেন প্রকাশ রাজ। নিজের টুইটার অ্যাকাউন্টে অক্ষয়ের ফার্স্ট লুকের একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। সেই সঙ্গে অক্ষয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মিমও আপলোড করেছেন। মিমটিতে দেখা যাচ্ছে, মোদি অক্ষয়কে বলছেন- “শিবাজি মহারাজের সময়ে ইলেকট্রিক বাল্ব কিভাবে এল গুটকাখোড়! অক্ষয়ের জবাব- ‘যেভাবে ১৯৮৮ সালে আপনার কাছে ডিজিটাল ক্যামেরা এসেছিল!” এই ব্যাঙ্গাত্মক মিমটি শেয়ার করে প্রকাশ রাজ তার টুইটার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘মনের কথা’।

প্রকাশের টুইটে মন্তব্য করছেন ভক্ত অনুরাগীরা। অক্ষয় কুমারের সমালোচনাকরে সকলে এই ভুলগুলো শুধরে নেওয়ার আহ্বান জানান। ছত্রপতি শিবাজীর মতো অতিমানবীয় একজনকে নিয়ে তৈরি সিনেমায় এমন ভুল আশা করা যায় না বলেও মন্তব্য করছেন অনেকে।

কিছুদিন আগেও রিচা চাড্ডার পক্ষ নিয়ে অক্ষয়ের সমালোচনা করেছিলেন প্রকাশ রাজ। এবার অক্ষয়ের সিনেমার পোস্টার নিয়ে সমালোচনা করলেন। অনেকের মতে, বিজেপি ও নরেন্দ্র মোদির প্রিয় মানুষ হিসেবে অক্ষয়ের পরিচিতি আছে। ঠিক সে কারণেই অক্ষয়ের বিপরীতে নিজেকে বার বার দাঁড় করাচ্ছেন প্রকাশ রাজ। এদিকে অক্ষয় ভক্তদের মতে, প্রকাশের এই ধরনের আচরন বন্ধ করা উচিত। নাহলে বলিউডে প্রতিরোধের সম্মুখীন হবেন তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top