সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


চলে গেলেন প্রবীণ অভিনেত্রী মেলিন্ডা ডিলন


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৪০

আপডেট:
১৯ মে ২০২৪ ১১:২৬

 

অস্কার মনোনীত অভিনেত্রী মেলিন্ডা ডিলন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ‘এ ক্রিসমাস স্টোরি’তে মাদার পার্কার চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত এই অভিনেত্রী।

১৯৭৭ সালে স্টিভেন স্পিলবার্গের ‘ক্লোজ এনকাউন্টারস অফ দ্য থার্ড কাইন্ড’-এ জিলিয়ান গুইলার চরিত্রে অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেত্রীর অস্কার মনোনয়ন অর্জন করেছিলেন ডিলন। এরপর ১৯৮২ সালে সিডনি পোলাকের ‘অ্যাবসেন্স অফ ম্যালিস’তে তেরেসার ভূমিকার জন্য ফের পার্শ্ব অভিনেত্রীর চরিত্রে অস্কার মনোনয়ন পান। ১৯৭৬ সালে তিনি হ্যাল অ্যাশবির ‘বাউন্ড ফর গ্লোরি’র জন্য গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন। ১৯৮৩ সালে অভিনেতা বব ক্লার্কের হলিডে ক্লাসিক ‘এ ক্রিসমাস স্টোরি’তে পার্কার পরিবারের মাতৃপ্রধানের ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন ডিলন।

নিজের সুদীর্ঘ অভিনয় জীবনে ‘হ্যারি অ্যান্ড দ্য হেন্ডারসনস’ (১৯৮৭), ‘ক্যাপ্টেন আমেরিকা’ (১৯৯০), ‘নাইটব্রেকার’ (১৯৮৩), ‘ম্যাগনোলিয়া’ (১৯৯৯), ‘হার্টল্যান্ড’ (২০০৭)-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন ডিলন।

১৯৩৯ সালে আর্কানাসের হোপে জন্মগ্রহণ করেন ডিলন। এরপর আলা শহরে বেড়ে ওঠেন। শিকাগোতে উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক হওয়ার আগে চার বছর জার্মানিতে কাটিয়েছিলেন তিনি। শিকাগোর ‘গুডম্যান স্কুল অব ড্রামা’র আর্ট ইনস্টিটিউট থেকে স্নাতক অর্জন করেন ডিলন, যা এখন ডিপল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। ডিলন অভিনেতা রিচার্ড লিবারটিনিকে বিয়ে করেন এবং ১৯৭৮ সালে দুজনের বিবাহবিচ্ছেদ ঘটে। তিনি তার একমাত্র ছেলে রিচার্ড লিবারটিনি জুনিয়রকে রেখে গেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top