সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


পথ প্রডাকশনের আয়োজনে সিডনিতে অনুষ্ঠিত হবে অর্নব এন্ড ফ্রেন্ডসের “হোক কলরব” কনসার্ট


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০০:২৯

আপডেট:
১৯ মে ২০২৪ ১০:১৩

 

বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বাংলা ভাষাভাষীদের বিনোদন জগতে সবচেয়ে আলোড়ন জাগানো কনসার্ট নিয়ে আসছে পথ প্রডাকশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই পথ প্রোডাকশন প্রতিষ্ঠানটি সফলতার সাথে অনেক বড় বড় ইভেন্ট এবং অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
আগামী ৪ই মার্চ ২০২৩ সিডনির স্যার জন ক্ল্যান্সি অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্নব এন্ড ফ্রেন্ডসের “হোক কলরব” অনুষ্ঠানটি। সাথে চমক হিসাবে থাকছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কন্ঠশিল্পী এবং অর্নবের জীবন সাথী সুনিধি নায়েক, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী পান্থ কানাই এবং ফাইজান রশিদ আহমেদ বুনো (বেজ গিটার) সহ আট জন জনপ্রিয় শিল্পী ও বাদক।
 ছবিঃ অর্নব এবং সুনিধি নায়েক
২০০৯ সালে প্রকাশ হয়েছিল ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ লাইভ শিরোনামে তাদের সর্বশেষ অ্যালবাম।

গত দুই বছর কোক স্টুডিও বাংলা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন অর্ণব। তিনি খুব অল্প সময়ে কোক স্টুডিও বাংলার মত বড় প্ল্যাটফরম গড়ে তুলেছেন। কাব্যিক ভাষায় গানের কথা ও জটিল সুরমুর্ছনার সুবাদে অর্ণব বাংলাদেশী শ্রোতাদের কাছে অনেক জনপ্রিয়।
ব্যান্ডের পাশাপাশি একক সঙ্গীতজীবনে অর্ণবের ১ টা রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম সহ মোট ৮টি অ্যালবাম এখন পর্যন্ত বেরিয়েছে। তাঁর প্রথম একক অ্যালবাম চাইনা ভাবিস (২০০৫), শান্তিনিকেতনে থাকার সময় নিজে ও বন্ধুদের নিয়ে তিনি যে গানগুলি করেছিলেন সেগুলো নিয়ে "হোক কলরব" (২০০৬), ডুব (২০০৮), "রোদ বলেছে হবে" (২০১০), এবং অন্ধ শহর (২০১৭) অ্যালবামগুলি উল্লেখযোগ্য।
অর্নব একাধারে সঙ্গীত নির্মাতা, গায়ক, গীতিকার, চিত্রশিল্পী, সঙ্গীত ভিডিওচিত্র নির্মাতা। এখানেই অর্ণবের পরিচিতি শেষ নয়, বেঙ্গল মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। উল্লেখ্য যে তার চাচা তপন চৌধুরী বাংলাদেশের অন্যতম কালজয়ী কণ্ঠশিল্পী।
তোমার জন্য, হারিয়ে গিয়েছি, ভালোবাসা তারপর, সে যে বসে আছে এরকম শত শত গান দিয়ে আজ আমাদের বুকের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছেন এই মানুষটি।
পথ প্রডাকশনের আয়োজনে মেলবোর্নে ১১ই মার্চ অর্নব এন্ড ফ্রেন্ডসের আরেকটি কনসার্ট অনুষ্ঠিত হবে।
“হোক কলরব” কনসার্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে HSD Finance, Stamford Education এবং Geeks Learning এর মত স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি। মিডিয়া পার্টনার হিসাবে আছে সিডনির জনপ্রিয় পত্রিকা প্রশান্তিকা, প্রভাত ফেরী, মুক্তমঞ্চ এবং গান বাকস।
হোক কলরব কনসার্টের টিকেটের দায়িত্বে রয়েছে দেশী ইভেন্টস। সব টিকেট দ্রুত ফুরিয়ে যাওয়ার আগেই এই বিশাল কনসার্টের টিকেটের জন্য আজই যোগাযোগ করুন দেশী ইভেন্টসের সাথে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top