সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


ঢাকার একটি কনসার্টে গাইবেন পশ্চিমবঙ্গের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়


প্রকাশিত:
৪ জুন ২০২৩ ২২:১৭

আপডেট:
১৯ মে ২০২৪ ১৩:৩০

 

পশ্চিমবঙ্গের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় এবার ঢাকার একটি কনসার্টে গাইবেন। গত মার্চে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে গান করেন তিনি। এবার আসছেন ঢাকা মাতাতে।

‘আমাকে আমার মতো থাকতে দাও’খ্যাত এই শিল্পীকে নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক একটি কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।
আগামী ৬ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) কনসার্টটি অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই অনুপম রায়ের সঙ্গে তারা কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছেন। অনপুম রায় ছাড়াও এ কনসার্টে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই, ঢাকার অর্ণব ও মেঘদল থাকছে।

পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম বলেন, দুই সপ্তাহের মধ্যে টিকিটের দাম চূড়ান্ত করা হবে, জুনের মাঝামাঝি সময় থেকে টিকিট বিক্রি শুরু হবে। এর আগে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে ১০ মার্চ ঢাকায় এসেছিলেন অনুপম রায়। সেই দিন নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেন তিনি।

২০১০ সালে ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে ব্যাপক সাড়া ফেলেন অনুপম রায়।
২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। পরে ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top