সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


বুলবুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১৭ মে ২০১৮ ০০:৫১

আপডেট:
১৯ মে ২০২৪ ১২:০৬

বুলবুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের অসুস্থতার খবর পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।



বুধবার (১৬ মে) তথ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর পক্ষে গুণী এ শিল্পীর বাসায় গিয়ে বিষয়টি অবহিত করেন বলে জানা যায়। সঙ্গে সঙ্গে শেখ হাসিনা চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।



এ বিষয়ে জানতে চাইলে আহমেদ ইমতিয়াজ বুলবুল চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার অসুস্থার বিষয়টি সরকারের দায়িত্বশীল কেউ হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন।



এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল আমার ও আমার চিকিৎসার খোঁজ-খবর নিতে আসেন আজকে (বুধবার) সন্ধ্যায়। সে সময় তারা জানান, আমার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’



এর আগে নিজের অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।



খোঁজ নিয়ে জানা যায়, বুলবুল চারদিন ভর্তি ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)। তার হার্টে ইতোমধ্যে আটটি ব্লক ধরা পড়েছে। বাইপাস ছাড়া এ চিকিৎসা সম্ভব নয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top