সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

কোনও সুস্থ মস্তিষ্কপ্রসূত বক্তব্য এটি হতে পারে না


প্রকাশিত:
২১ জুলাই ২০১৯ ০৪:৩৫

আপডেট:
৪ মে ২০২৪ ১২:৩৩

কোনও সুস্থ মস্তিষ্কপ্রসূত বক্তব্য এটি হতে পারে না

ইফতেখায়রুল ইসলামঃ বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের যে চমৎকার মেলবন্ধন আমাদের এই বাংলাদেশে, সেই দেশকে কালিমা লিপ্ত করার অপপ্রয়াস হাস্যকর!! অদ্ভুত লাগে এই ভেবে কোনও সুস্থ মস্তিষ্কপ্রসূত বক্তব্য তো এটি হতে পারে না...



অগ্রবর্তীর বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার এই প্রচেষ্টার সাথে আরও কারো যোগসূত্র রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা দরকার! দেশের স্বার্থে যে কোনো মিথ্যা ও ভণ্ডামির গালে শক্ত চপেটাঘাত করাটাই সময়ের দাবি। 



“দ্যাট শুড বি ক্লিয়ারলি টেকেন ইনটু কনসিডারেশন” 

(কেউ যেন আবার না বলে বসে আমার ব্রেন হ্যাক হয়ে গিয়েছিল)

একটি বিষয় মাথায় রাখতে হবে, এটি আমাদের বিভিন্ন ধর্মের সাথে সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা!

বিশেষ তাদের চাওয়াই এটা, আমাদের মাঝে সম্প্রীতি যেন নষ্ট হয়, সেটি কখনোই হতে দেয়া যাবে না বরং নিজেদের মধ্যকার সম্প্রীতি আরো গাঢ় করে এদের বুঝিয়ে দিতে হবে, আমাদের দেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এর বাংলাদেশ......!



লেখক : অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top