সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

জয় হোক নূরদের- ড. আসিফ নজরুল


প্রকাশিত:
৬ নভেম্বর ২০১৯ ০০:৫৩

আপডেট:
৪ মে ২০২৪ ১২:৪১

জয় হোক নূরদের- ড. আসিফ নজরুল

প্রভাত ফেরী ডেস্ক: সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ কোটা সংস্কার আন্দোলনের নেতাদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। সেখানে তিনি লিখেছেন “নূর, রাশেদ, আখতার, মামুন, ফারুক, -এই নিপীড়ক রাষ্ট্রের বিরুদ্ধে ন্যায়সঙ্গত আন্দোলনে একমাত্র বিজয়ী তারুণ্য। এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়। এরাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা।” প্রভাত ফেরী পাঠকদের জন্য আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-



ছাত্রলীগের হাতে নির্মমভাবে প্রহৃত হয়েও পালিয়ে থাকতে হচ্ছে নূরকে। সরকারের চাপে একটার পর একটা হাসপাতাল থেকে বের করে দেয়া হচ্ছে তাকে। অবশেষে উত্তরায় একটা হাসপাতালে ঠাই হলো তার।



নূর নেই বলে কোটা সংস্কার আন্দোলন তখন থমকে আছে। তারা চায় নূরকে নিয়ে শহীদ মিনারে একটা অনুষ্ঠান করতে। নূর ফোনে জিজ্ঞেস করে, যাবো স্যার?



আমি বলি, ডাক্তার কি বলেন?



ডাক্তারের নিষেধ আছে। আরেকবার মার খেলে পঙ্গু হয়ে যাবো।



তাহলে দরকার নাই যাওয়ার। আগে সুস্থ হন।



নূর ভাবে কিছুক্ষণ। তারপর দৃঢ়কণ্ঠে বলে, 'না, স্যার যাবো। যা হওয়ার হবে!'



নূর, রাশেদ, আখতার, মামুন, ফারুক, -এই নিপীড়ক রাষ্ট্রের বিরুদ্ধে ন্যায়সঙ্গত আন্দোলনে একমাত্র বিজয়ী তারুণ্য। এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়। এরাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা।



জয় হোক নূরদের।



(ফেসবুক থেকে সংগৃহীত)


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top