সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি পাঁচ ধরনের মানুষের


প্রকাশিত:
২৪ মে ২০১৮ ১২:৪৫

আপডেট:
২০ মে ২০২৪ ২০:১১

ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি পাঁচ ধরনের মানুষের

কারো মধ্যে ক্যান্সারের উপসর্গ দেখা দিলে প্রথমেই তার মনে প্রশ্ন জাগে, ‘আমি কেন ক্যন্সারে আক্রান্ত হবো? অধিকাংশ ক্ষেত্রেই ডাক্তাররা ক্যান্সারের কারণ জানেন না। তাই লোকজন তার ক্যান্সারের কারণ খুঁজতে গিয়ে কেবল বিভিন্ন বিষয় অনুমান করেন। অনেকে মনে করেন এটি তাদের পাপের শাস্তি। কিন্তু আসলেই কি তাই?

 

নিশ্চিতভাবেই তা সত্য নয়। ঠিক কি কারণে ক্যান্সার হয় বিজ্ঞানিরা এখনও পর্যন্ত তা আবিষ্কার করতে সক্ষম হননি। কিন্তু সেখানে অবশ্যই কিছু ফ্যাক্টর, বৈশিষ্ট্য এবং কারণ রয়েছে; যা একজনকে অন্যদের থেকে অধিক ক্যান্সার প্রবণ করে তোলে। এখানে ক্যান্সারের পাঁচ কারণ আপনাদের জন্য তুলে ধরা হয়; যা আপনাদের জানা প্রয়োজন।

 

যে বিষয়টি ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে

মানুষের শরীরের কোষগুলি জন্ম নেয়ার পর পরিপক্ক হয় এবং এক সময় তা মরে যায়। এই প্রক্রিয়া আমাদের শরীরে প্রতিটি সেকেন্ডে চলতে থাকে। কিন্তু শরীরের ক্ষতিগ্রন্থ কোষগুলি যদি মারা না যায়, তখন তা শরীরের অভ্যন্তরে অপ্রয়োজনীয় ক্লাস্টার তৈরি করে। পরবর্তীতে এই ক্লাস্টারসমূহ টিউমারে পরিণত হতে পারে এবং এক সময় তা ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে।

 

আপনি যদি একজন পুরুষ হন

আমরা জানি জেন্ডার বা নারী-পুরুষ হওয়া নিয়ে আপনার কোনও ভূমিকা নেই কিন্তু দুঃখজনক হলেও এটা ক্যান্সারের একটি কারণ। যুক্তরাজ্যের মেট্রোপলিটন ইউনিভারসিটির ‘মেনস হেলথ ফোরাম এন্ড ন্যাশনাল ক্যন্সার ইন্টিলিজেন্ট নেটওয়ার্ক’ এর একটি গবেষণায় বলা হয়েছে, নারীদের তুলনায় পুরুষরা শতকরা ৪০ শতাংশ বেশি মারা যায় এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ১৬ শতাংশ বেশি।

 

এবং আমরা যদি ক্যান্সারকে ‘লিঙ্গ নির্দিষ্ট’ বিবেচনা করি (যেমন; প্রোস্টেট এবং ডিম্বাশয়), তবে তথ্যটি আরও বেশি ভয়ঙ্কর। এই ক্ষেত্রে, মহিলাদের তুলনায় পুরুষরা ৬০ শতাংশেরও বেশি মারা যায় এবং ৭০ শতাংশেরও বেশি ক্যান্সারে আক্রান্ত হতে পারে।

 

যদি আপনি অধিক লম্বা হন

অধিক লম্বা হওয়ার ফলে এটি আপনাকে নিশ্চিতভাবেই সেক্সি দেখাবে কিন্তু তা আপনার ক্যান্সারের ঝুঁকিকে অধিক বৃদ্ধি করবে। এটা আপনার কাছে অদ্ভুদ হতে পারে। কিন্তু এটাই সত্য। সুইডেনের গবেষকরা দেখেছেন যে পুরুষদের প্রতি ১০ সেন্টিমিটার অতিরিক্ত উচ্চতা ১১ শতাংশ ক্যান্সারের মাত্রা বাড়িয়ে দেয় এবং মহিলাদের ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি ১৮ শতাংশ। যদিও স্থূলতা, ধূমপান এবং পুষ্টিহীন খাদ্যের চেয়ে উচ্চতা একটি ‘বিগ ফ্যাক্টর’ নয়।

 

চামড়ার প্রকারভেদ

আপনার ত্বকের ধরনটি ক্যান্সারের প্রধান কারণগুলির মধ্যে একটি; যা আপনাকে স্কিন বা ত্বক ক্যান্সারের ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। ‘ওয়ান’ এবং ‘টু’ টাইপের চামড়ার মানুষের ক্যান্সার হওয়ার সর্বোচ্চ ঝুঁকি রয়েছে। অন্যদিকে, ‘ফাইভ’ ও ‘সিক্স’ টাইপের চামড়ার মানুষদের সর্বনিম্ন ঝুঁকিতে আছেন। চামড়ার অধিক অস্বাভাবিক রঙ আপনাকে সূর্য থেকে আরো অধিক সুরক্ষা দেয়।

 

বয়স

ক্যান্সার বয়স্কদের মধ্যে অত্যন্ত সাধারণ বিষয়। মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। এর পেছনে কারণ হচ্ছে- আমাদের দেহের কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়ে গাঁট এবং টিউমার তৈরি করে, যা পরে (বৃদ্ধ বয়সে) ক্যান্সার হতে পারে। একবার ক্ষতিগ্রস্ত কোষগুলি বৃদ্ধি পেতে শুরু করলে পরে তারা ক্যান্সার ঘটাতে পারে। এই ক্ষেত্রে ৭০ বছরের বেশি বয়সী মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

 

জিনগত কারণ:

যদি কারো পরিবারের কোনও সদস্য ইতোমধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন, তবে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ওই পরিবারের অন্য সদস্যের জন্য খুব বেশি। আপনার পরিবারের কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনাকে নিয়মিত স্ক্রিনিং করানো উচিত এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনার ফ্যাক্টরগুলো এড়িয়ে চলা উচিত। যাইহোক, মোট বার্ষিক ক্যান্সারের মাত্র ৫ শতাংশ জিনগত কারণে হয়ে থাকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top