সিডনী বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


অ্যান্টিবডি টেস্ট শুরু, করোনার লকডাউন শিথিল হচ্ছে রাশিয়ায়


প্রকাশিত:
১৭ মে ২০২০ ১৯:১৫

আপডেট:
৮ মে ২০২৪ ১৮:২২

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: রাশিয়ায় গত কয়েকদিন ধরেই দিনে ১০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছেন। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনায় আক্রান্ত দেশ হয়ে উঠেছে তারা। এরপরও লকডাউন শিথিল করে ব্যবসা-বাণিজ্য ফের চালুর কার্যক্রম শুরু করেছে রুশ সরকার। আগামী মাস থেকে সেখানে শুরু হচ্ছে ফুটবল লিগও।

পুতিন প্রশাসন বলছে, ব্যাপক হারে পরীক্ষার কারণেই রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। অথচ ইউরোপীয় দেশগুলোতে প্রায় একই সংখ্যক আক্রান্তের তুলনায় রাশিয়ায় মৃত্যুহার অন্তত ১০ গুণ কম।

এ পর্যন্ত আড়াই লক্ষাধিক রোগী শনাক্তের বিপরীতে সেখানে মারা গেছেন মাত্র ২ হাজার ৪০০ জনের মতো। ফলে করোনা মহামারি বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি রুশ সরকারের। এই ভরসা থেকেই লকডাউন শিথিল করে অর্থনৈতিক কার্যক্রম ফের চালুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন শুক্রবার ঘোষণা দিয়েছে, আগামী ২১ জুন থেকে তারা করোনা মহামারিতে স্থগিত হওয়া খেলাগুলো ফের শুরু করছে। তবে সেগুলো হবে আবদ্ধ জায়গায়, অর্থাৎ মাঠে কোনও দর্শক উপস্থিত থাকতে পারবে না।

রাশিয়ায় করোনা সংক্রমণের প্রায় অর্ধেকই হয়েছে মস্কোতে। মে মাসের শেষ নাগাদ শহরটিতে কড়া লকডাউন থাকছে। বাসিন্দারা জরুরি কাজ ও বিশেষ অনুমতি নিয়ে কর্মস্থলে যোগ দেয়া ছাড়া বাইরে যেতে পারছেন না। শপিংমল, দোকানপাট, গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

শুক্রবার থেকে মস্কোতে অ্যান্টিবডি টেস্টের বিশাল কর্মসূচি চালু হয়েছে। এর আওতায় প্রতি তিন দিনে ৭০ হাজার বাসিন্দার কাছে বিনামূল্যে অ্যান্টিবডি টেস্টের আমন্ত্রণ জানানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top