২০২০ সালের প্রথম সূর্যগ্রহণ
প্রকাশিত:
১৯ জুন ২০২০ ২২:০৪
আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৮
২০২০ সাল, মোটেই ভালো যাচ্ছে না আমাদের দেশ ভারতবর্ষের পক্ষে। এরই মধ্যে, আগামী ২১শে জুন, বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। যার স্বাক্ষী থাকবে গোটা ভারতবর্ষ।
এই সূর্যগ্রহণকে বলয়গ্রাস গ্রহণ বলছেন বিশেষজ্ঞরা। আগামী ২১শে জুন, সূর্যকে ঢেকে দেবে চাঁদ। চাঁদের আড়াল থেকে, সূর্যের যে অংশটি দেখা যাবে, তাকে অনেকটা দেখতে লাগবে আগুনের আংটির মতো।
এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে, সকাল ১০টা নাগাদ রাজস্থানের ঘারসানা থেকে। সকাল ১১টা ৪৯ মিনিট থেকে শুরু হয়ে সকাল ১১ টা ৫০ মিনিট অবধি এই ১ মিনিট সময়, প্রায় পুরোটাই চাঁদের আড়ালে থাকবে সূর্য, এমপি বিড়লা প্ল্যানেটরিয়ামের নির্দেশক দেবীপ্রসাদ দুয়ারি একথা জানিয়েছেন।
রাজস্থানের সুরতগড় ও অনুপগড়, হরিয়ানার সিরসা, রতিয়া ও কুরুক্ষেত্র এবং উত্তরাখন্ডের দেরাদুন, চম্বা, চামোলি এবং জোশীমঠ থেকে মিনিট খানেকের জন্য আকাশে এই সূর্যগ্রহণ দেখা যাবে। উত্তর ভারতের পাশাপাশি কোলকাতার বাসিন্দারাও এই সূর্যগ্রহণ দেখতে পারবেন। তবে, সূর্যগ্রহণ চলাকালীন, কোনভাবেই খালি চোখে আকাশের দিকে তাকানো যাবে না। তাতে আমাদের চোখের ক্ষতি হতে পারে।
সূর্যগ্রহণের সময়, আকাশে যখন বলয়ের চাকা দেখতে পাওয়া যায়, তখন তাকে বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণের সময়, চাঁদের ছায়া সূর্যের ওপরে এমনভাবে পড়ে, যাতে সূর্যের চারপাশে আলোর বলয় দেখা যায়। এর আগে, ২০১৯ সালের ২৬ শে ডিসেম্বর শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়।
এশিয়া মহাদেশের অন্যান্য দেশ, আফ্রিকা এবং ভারত মহাসাগরীয় অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। ইউরোপ ও অস্ট্রেলিয়ার কিছু কিছু অংশ থেকে এই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। কঙ্গো, ইথিওপিয়া, পাকিস্তান ও চিন থেকেও এই সূর্য গ্রহণ যাবে দেখা। যাই হোক, ২০২০ সালের
প্রথম সূর্যগ্রহণকে কেন্দ্র করে উৎসাহ -উদ্দীপনা দেখা যাচ্ছে বিশ্বজুড়ে।
বিষয়: সূর্যগ্রহণ
আপনার মূল্যবান মতামত দিন: