সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


পাকিস্তানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন জারদারি


প্রকাশিত:
১০ মার্চ ২০২৪ ১৭:৪৯

আপডেট:
৭ মে ২০২৪ ০৫:৫৯


পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দেশটির ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হন জারদারি।

ভোটের ফল অনুযায়ী, জারদারি পেয়েছেন ৪১১টি ভোট, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আচাকজাই পেয়েছেন মাত্র ১৮১টি ভোট। এর মধ্যে আইনসভার উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ জাতীয় পরিষদের যৌথ সেশনে মোট ২৫৫টি ভোট পেয়েছেন জারদারি।


এসআইসি সমর্থিত আচাকজাই পেয়েছেন ১১৯টি ভোট। ১৭ জন আইনপ্রণেতা ভোট দেননি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জারদারি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top