সিডনী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


ভারতে লোকসভা নির্বাচন

দ্বিতীয় দফায় ৮৮ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৪ ১২:৪৬

আপডেট:
৯ মে ২০২৪ ০১:৩৭


ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় শুক্রবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ এলাকায় উৎসবের মেজাজে ভোটগ্রহণ হয়েছে। তবে পশ্চিমবঙ্গের দার্জিলিং, বালুরঘাট ও বিহারের কয়েকটি দলের বচসার জেরে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল।

ভারতের ১৩টি রাজ্যের ৮৮টি লোকসভা আসনে শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১৫ কোটি ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশন জানায়, প্রায় ৬৬ শতাংশ ভোট পড়েছে। তবে ভোট পড়ার হার আরেকটু বাড়তে পারে। প্রবল গরমে কিছু এলাকায় দুপুরের দিকে ভোটদানের হার কম থাকলেও বিকাল হতে বহু মানুষ বুথে বুথে লাইনে দাঁড়ান। অতিরিক্ত ভিড়ের কারণে পশ্চিমবঙ্গ, আসাম ও কেরালার মতো বহু রাজ্যে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট দিতে দেখা গেছে। পশ্চিমবঙ্গের তিনটি আসনে বিকাল ৫টা পর্যন্ত ৭১ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে তিনটি কেন্দ্রে গড় ভোটের হার ৭১.৮৪ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে বালুরঘাটে-৭২.৩০ শতাংশ। দার্জিলিংয়ে ৭১.৪১ শতাংশ এবং রায়গঞ্জে ৭১.৮৭ শতাংশ ভোট পড়েছে। ভোটের হার আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল বাংলার দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ। ভোটগ্রহণ শুরুর ঘণ্টা দুয়েক পর দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থীর সঙ্গে বিরোধীদের বচসা হয়। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। ফাঁসিদেওয়ার টামবাড়ি এলাকায় ঢুকতেই তার বিরুদ্ধে স্লোগান ওঠে। রাজুর গাড়ি থামিয়ে তৃণমূল কর্মীসহ গ্রামবাসীদের একাংশের প্রশ্ন, এ গ্রামের রাস্তা চেনেন? ৫ বছরে আপনাকে দেখা যায়নি। পালটা গাড়ি থেকে রাজু জবাব দেন, তৃণমূলের ভাড়া করা গুন্ডা, ওরা নিজেদের সিংহ ভাবছে। কিন্তু আমি ভয় পাওয়ার লোক নই। তাদের বিধায়ক কখনো এখানে এসেছেন কি? যদিও এই মন্তব্য করে বিড়ম্বনায় পড়েন রাজু। কারণ ফাঁসিদেওয়া বিধানসভায় রয়েছেন বিজেপিরই বিধায়ক দুর্গা মুর্মু। এ ঘটনার পর এলাকা থেকে বেরিয়ে যান রাজু।

দার্জিলিংয়ে ভোট দিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো অনীত থাপা বলেন, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। তবে পাহাড়ে বিজেপি বরাবরই টাকা দিয়ে ভোট করায়। এবারও তার অন্যথা হয়নি। দুদিন ধরে বিজেপি কর্মীদের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে।

এ অভিযোগের কড়া জবাব দেন বিজেপি প্রার্থী রাজু।

এদিকে, বিমল গুরুঙের গোর্খা জনমুক্তি মোর্চা এবং মন ঘিসিংয়ের জিএনএলএফ বিজেপিকে সমর্থন করছে। কংগ্রেসে গেলেও প্রার্থী নিয়ে মতান্তরের জেরে সাবেক গুরুং-সঙ্গী বিনয় তামাং বিজেপি প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন। তাকে বহিষ্কার করেছে কংগ্রেস।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top