সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


হারিয়ে যাওয়া চন্দ্রযান-২ বিক্রমের খোঁজ পেয়েছে ভারত


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৯

আপডেট:
১৩ মে ২০২৪ ১৯:০৮

হারিয়ে যাওয়া চন্দ্রযান-২  বিক্রমের খোঁজ পেয়েছে ভারত

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে খোঁজ মিলল ভারতের হারিয়ে যাওয়া সেই চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের। চাঁদের চারপাশে ঘুরতে থাকা অরবিটারের ক্যামেরায় ধরা পড়ল বিক্রম। আর এটিকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছেন বিজ্ঞানীরা।



রোববার সংস্থাটির প্রধান কে শিবান বলেছেন, চন্দ্র পৃষ্ঠে চন্দ্রযান-২ এর অবতরণ যান বিক্রমের অবস্থান শনাক্ত করা হয়েছে। বেঙ্গালুরুর গ্রাউন্ড স্টেশন থেকে এই যানের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। যেহেতু ল্যান্ডারটি প্রবল বেগে আছড়ে পড়েছে তাই এটির মডিউল ঠিক আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।



রবিবার সকালে বিক্রমের ছবি ধরা পড়েছে জানিয়ে ইসরোর চেয়ারমান কে শিবান বলেন: অরবিটারের ক্যামেরাটি হাই রেজলুশনের (০.৩এম)। চন্দ্র অভিযানে এর আগে কেউ এমন শক্তিশালী ক্যামেরা ব্যবহার করেনি। সেই ক্যামেরায় ধরা পড়েছে বিক্রমের ছবি। অর্থাৎ বিক্রম যে অক্ষত রয়েছে, সেটা স্পষ্ট। মনে করা হচ্ছে, সফট ল্যান্ডিং সফল হয়েছে।



কে শিবান জানান, ল্যান্ডার বিক্রমের একটি থার্মাল ইমেজ ধরা পড়েছে অরবিটারে। অরবিটারটি চাঁদের চারপাশে কক্ষপথে ঘুরছে। তাতেই ধরা পড়েছে ছবি। তিনি জানিয়েছেন, যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি যোগাযোগ করা সম্ভব বলে মনে হচ্ছে।



এর আগে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় চন্দ্রায়ন-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর। আর সফট ল্যান্ডিং না হওয়ায় ঘণ্টায় প্রায় ৬ হাজার কিলোমিটার গতিবেগে চাঁদের ভূপৃষ্ঠে আছড়ে পড়ে চন্দ্রায়নের ল্যান্ডার বিক্রম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top