সিডনী মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


ডোরিয়ানের তাণ্ডবে কানাডায় ভূমিধস, বিদ্যুৎহীন ৪ লাখ পরিবার


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৮

আপডেট:
১৪ মে ২০২৪ ০১:৪১

ডোরিয়ানের তাণ্ডবে কানাডায় ভূমিধস, বিদ্যুৎহীন ৪ লাখ পরিবার

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান। এতে সেখানে ৪৩ জনের প্রাণহানি ঘটে। এবার কানাডার নোভা স্কোটিয়া প্রদেশে আঘাত হেনেছে ডোরিয়ান। এতে ব্যাপক ভূমিধসের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে সাড়ে চার লাখের বেশি বাড়িঘর। ডোরিয়ানের কারণে প্রদেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণও শুরু হয়েছে। সিএনএন।



জানা গেছে, স্থানীয় সময় শনিবার ঘূর্ণিঝড় ডোরিয়ান আঘাত হেনেছে। সময় কানাডার নোভা স্কোটিয়ার হ্যালিফ্যাক্স এলাকায় বাতাসের তীব্রতা ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। ডোরিয়ানের তাণ্ডবে প্রচুর গাছপালা উপড়ে গেছে। প্রচণ্ড শক্তিশালী এই ঝড়ের তাণ্ডবে ইতোমধ্যে কানাডার সাড়ে চার লাখের বেশি বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।



কানাডার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী রালফ গুডালে বলেছেন, উদ্ধার তৎপরতার প্রচেষ্টায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। এদিকে, ঘূর্ণিঝড় ডোরিয়ানের বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ব্রিফ করেছেন দেশটির কর্মকর্তারা।



গত রোববার বাহামায় ২৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানে ডোরিয়ান। ডোরিয়ানের তাণ্ডবে লন্ডভন্ড বাহামায় এখনো শত শত মরদেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top