সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


ডেঙ্গুতে ফিলিপাইনে মৃতের সংখ্যা এক হাজার ২১ জন


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩৩

আপডেট:
১৩ মে ২০২৪ ২০:১৩

ডেঙ্গুতে ফিলিপাইনে মৃতের সংখ্যা এক হাজার ২১ জন

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২১ জন। আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৩৩২ জন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।



ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগের আন্ডার সেক্রেটারি এনরিক ডোমিংগো বলেন, এবার ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৪০ প্রায় শতাংশই শিশু, যাদের বয়স ৫ থেকে ৯ বছরের মধ্যে। এখনও এ বছরের চার মাস বাকি রয়েছে। চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামনের মাসগুলোতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।



বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক দশকে বিশ্বজুড়ে মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপ মারাত্মক বেড়েছে। বিশ্বজুড়ে প্রতি বছর ৪০ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। তাদের বেশিরভাগই ক্রান্তীয় বা উপ-ক্রান্তীয় দেশগুলোর বাসিন্দা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top