সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


লাইবেরিয়ায় স্কুলে অগ্নিকাণ্ড, ২৮ শিক্ষার্থীর প্রাণহানি


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০১৯ ০০:৪৯

আপডেট:
১৩ মে ২০২৪ ১৮:২২

লাইবেরিয়ায় স্কুলে অগ্নিকাণ্ড, ২৮ শিক্ষার্থীর প্রাণহানি

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার শহরতলীতে একটি কোরআন শিক্ষার স্কুলে বুধবার ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ২৬ শিক্ষার্থী ও ২ শিক্ষক নিহত হয়েছেন। তাদের ছাত্রাবাসে আগুন ছড়িয়ে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পশ্চিম আফ্রিকার এ দেশে এটি ছিল সবচেয়ে বড় দুর্যোগগুলোর অন্যতম। অগ্নিকাণ্ডে নিহত শিক্ষার্থীদের বয়স ১০ বছরের মতো।  বুধবার রাতে এ ঘটনা ঘটে।



লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমি এই ভয়াবহ সংবাদ শুনে ছুটে গিয়েছি। রাষ্ট্রের একজন নাগরিক মারা গেলেও সেটা দুঃখজনক। এখানে ২৮ জনেরও বেশি। যারা অধিকতর ভালো ভবিষ্যতের জন্য উচ্চাকাঙ্ক্ষী ছিল। আমরা নিহত শিক্ষার্থীদের বাবা-মাকে ভেঙ্গে না পড়ে ধৈর্য ধরার অনুরোধ করেছি। কারণ এটি তাদের জন্য অপূরণীয় ক্ষতি বলেও এসময় উল্লেখ করেন তিনি।



প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা  একটি আবাসিক ছাত্রবাসে ঘুমাচ্ছিল। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। জরুরি বহির্গমন দরজা না থাকায় শিক্ষার্থীরা ভবন থেকে বেরুতে পারেনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top