সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


ওয়াশিংটনে হোয়াইট হাউসের পাশে বন্দুক হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৩

আপডেট:
১৩ মে ২০২৪ ১৭:৪৮

ওয়াশিংটনে হোয়াইট হাউসের পাশে বন্দুক হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের পাশেই বন্দুকধারীর হামলায় অন্তত ১ জন নিহত হয়েছে।   এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫ জন।  স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কলাম্বিয়া হাইটস এর উত্তরপশ্চিমে এই হামলার ঘটনা ঘটে।



পুলিশ জানিয়েছে, ওয়াশিংটন ডিসির রাস্তায় গোলাগুলি হয়েছে। ওই এলাকা হোয়াইট হাউস থেকে বেশি দূরে নয়। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও পরিস্কার নয়।



পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। স্থানীয়রা ঘরে অবস্থান করছেন। গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার অনুসন্ধান শুরু করেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top