সিডনী মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


লিবিয়ায় বিমান হামলা, এক বাংলাদেশীসহ নিহত ৭


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০১৯ ২৩:৪১

আপডেট:
১৪ মে ২০২৪ ০০:৫৬

লিবিয়ায় বিমান হামলা, এক বাংলাদেশীসহ নিহত ৭

প্রভাত ফেরী ডেস্ক: আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলি  বিস্কুট কারখানায় বিমান হামলায় এক বাংলাদেশিসহ অন্তত সাত জন নিহত হয়েছে। নিহত বাংলাদেশী হলো-রাজশাহী জেলার আবুল হাছান ওরফে বাবুলাল। এছাড়া এ হামলায় আহত হয়েছে ১৫ বাংলাদেশিসহ অন্তত ৩০ জন। আহতদের সরকারীভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।



সোমবার (১৮ নভেম্বর) সকালে ত্রিপলির ওয়াদি রাবিয়া এলাকার সানবুলাহ বিস্কুট ফ্যাক্টরিতে হামলা হয়। লিবিয়ার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সেকেন্দার আলী এসব তথ্য জানিয়েছেন।



আহত বাংলাদেশীদের মধ্যে কুমিল্লার মো. ইমন এবং ঝিনাইদাহের মোহাব্বত আলীর অবস্থা আশংকাজনক। তারা বর্তমানে ত্রিপোলি মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিকের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে সকল উদ্যোগ নেওয়া হচ্ছে। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।



দূতাবাস সূত্র আরো জানায়এসব হাসপাতালে নিহত জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তিনি হলেন রাজশাহীর আবুল হাছান ওরফে বাবুলাল। এছাড়া আরও ১৫ জন বাংলাদেশিকে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া গেছে। আহত বাংলাদেশিদের মধ্যে কুমিল্লার মো. ইমন ঝিনাইদহের মোহাব্বত আলীর অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে ত্রিপলি মেডিক্যাল কলেজের আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন।



লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মেরসেট এক মার্কিন সংবাদ মাধ্যমকে বলেন,রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট তৈরির কারখানায় বিমান হামলা হয়েছে। হামলায় নিহত সাতজনের মধ্যে জন বাংলাদেশি দুজন লিবিয়ার নাগরিক। তারা কারাখানাটিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top