সিডনী মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


কানাডায় ৩৬ সদস্যের নতুন মন্ত্রিপরিষদ গঠন করলেন  ট্রুডো


প্রকাশিত:
২২ নভেম্বর ২০১৯ ০২:৫০

আপডেট:
১৪ মে ২০২৪ ০১:০০

কানাডায় ৩৬ সদস্যের নতুন মন্ত্রিপরিষদ গঠন করলেন  ট্রুডো

প্রভাত ফেরী ডেস্ক: কানাডার অন্যতম প্রধান দল লিবারেল পার্টির প্রধান জাস্টিন ট্রুডো ২০ নভেম্বর দ্বিতীয় বারের মতো সরকার গঠন করে মন্ত্রিসভার ঘোষণা দিলেন। রাজধানী ওটোয়ায় গভর্নর জেনারেল জুলি পায়েত মন্ত্রিদের শপথ গ্রহণ করান। পরে মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়।



এই মন্ত্রীসভায় স্থান পেয়েছেন ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ডের মতো অভিজ্ঞতাসম্পন্ন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তাকে বর্তমানে কানাডার অভ্যন্তরীন সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার বিকেলে অটোয়া সংসদ ভবনে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আর ৪৩তম সংসদ অধিবেশন শুরু আগামী ৪ ডিসেম্বর।



শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ডের ভূয়সী প্রশংসা করেন। এই সাবেক সাংবাদিক ও রাজনৈতিক নেতা কোটামুক্ত বাণিজ্য সুবিধা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষিতে কানাডার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।



জানা গেছে, ৩৭ সদস্য বিশিষ্ট নব গঠিত মন্ত্রিসভার ৫০ শতাংশই নারীমন্ত্রী। গত বারের মন্ত্রিসভায় তা-ই ছিলো। উক্ত মন্ত্রিসভার সিংহভাগ হলেন অন্টারিও ও কিউবেকের সংসদ সদস্য, ব্রিটিশ কলম্বিয়া থেকে চারজন, ম্যানিটোবা থেকে একজন এবং আটলান্টিক প্রদেশের প্রত্যেকটির একজন।



উল্লেখ্য, গত ১৫ অক্টোবর কানাডার ৪৩তম সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করলেন জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। নির্বাচনে ১৫৬টি সিট পেয়েছে লিবারেল পার্টি। ফলে লিবারেলকে এবার ‘সংখ্যালঘু সরকার’ গঠন করতে হলো। কারণ কানাডার হাউজ অব কমন্স সংসদের মোট আসন সংখ্যা ৩৩৮টি। এককভাবে কোনো সরকার গঠন করলে প্রয়োজন ১৭২টি আসনের। আর মাত্র ১২টি সিট পেলে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারতো।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top