সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


ফ্রান্সে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা, নিহত ৪


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০১৯ ০৪:০৭

আপডেট:
১৩ মে ২০২৪ ২০:১৭

ফ্রান্সে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা, নিহত ৪

প্রভাত ফেরী ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত দেখা দেওয়া প্রবল বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বন্যায় ওই অঞ্চলের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।



রোববার নিস মার্সেই নগরীর মধ্যবর্তী মুয়িতে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই ব্যক্তি শনিবার রাতে উদ্ধারকারী নৌকা থেকে পড়ে গিয়েছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ভার বিভাগীয় পুলিশ।



কাবাসে একটি গাড়িতে আরেক ব্যক্তির মৃতদেহ তানোহোনে আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে দেশটির এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।



সেইন্ট অন্তুনান দ্যু ভারের ৭৭ বছর বয়সী এক ব্যক্তি শনিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। শুক্রবার থেকে আল্পস-ম্যারিটাইমস ভার অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টি শুরু হওয়ার পর থেকে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের বেশ কয়েকটি নদীর পানি বেড়ে বন্যা দেখা দেয়।



রোববার বন্যা পরিস্থিতি দেখতে উদ্ধারকাজ তদারকি করতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তোফার কাস্তেনার ভার অঞ্চল পরিদর্শন করেছেন। এদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলেও তা আগের দুই দিনের মতো তীব্র ছিল না এবং বন্যার পানিও নামতে শুরু করেছিল বলে রয়টার্স জানিয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top