সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


কুয়েতে দূতাবাস নির্মাণের জায়গা পেল বাংলাদেশ


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৪ ১৮:১০

আপডেট:
২ মে ২০২৪ ০৪:৫৬

 

কুয়েতে দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণের জায়গা পেয়েছে বাংলাদেশ। বুধবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবসে কুয়েত কর্তৃপক্ষ মিশরেফ ডিপ্লোমেটিক জোনে বাংলাদেশ দূতাবাসের জন্য দুটি প্লট বরাদ্দ দিয়েছে।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দকৃত প্লট দুটি বুঝে নেন বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারা
১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। অন্যদিকে চলতি বছর কুয়েতের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে।
এই উপলক্ষে কুয়েত কর্তৃপক্ষের কাছ থেকে সুখবর পেল বাংলাদেশ। ১৯৭৪ সালের এপ্রিলে কুয়েতে বাংলাদেশের দূতাবাসের কার্যক্রম চালু হলেও দেশটিতে এবার নিজস্ব ভূমিতে দূতাবাস স্থাপন করা হবে।
মিশরেফ ডিপ্লোমেটিক জোনে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবনের জন্য ৩ হাজার বর্গমিটার এবং বাংলাদেশ হাউজের জন্য ১ হাজার বর্গমিটার মোট ৪ হাজার বর্গমিটারের দুটি প্লট বরাদ্দ দেয়া হয়েছে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) মোঃ আশিকুজ্জামান, প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ হাসান উজ-জামান, কাউন্সিলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামানসহ দূতাবাসের কর্মকর্তাগণ বুধবার জায়গাটি পরিদর্শন করেন। এ সময় কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দ হওয়া প্লট দুটি বুঝে নেন তারা।
প্লট দুটির একদিকে রয়েছে চীনের দূতাবাস। আরেকদিকে জাতিসংঘ হাউজ, ফিলিস্তিন ও জাপান দূতাবাস। পরিদর্শন শেষে সাংবাদিকদের রাষ্ট্রদূত মোঃ আশিকুজ্জামান বলেন, কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। কুয়েতে দ্রুতই নিজস্ব চ্যান্সরি ভবন এবং বাংলাদেশ হাউজ নির্মাণের কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ তিনি।

আগামী মাসেই কুয়েত থেকে বিদায় নেবেন বর্তমান রাষ্ট্রদূত মোঃ আশিকুজ্জামান। তার সময়ে বাংলাদেশ থেকে কুয়েতে সরাসরি দক্ষ শ্রমিক নিয়োগ, ই-পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সেবার মতো গুরুত্বপূর্ণ সেবা পেয়েছেন প্রবাসীরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top