সিডনী শনিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৪, ১৩ই আশ্বিন ১৪৩১


সিকিমে আটকে থাকা বেশিরভাগ পর্যটককে উদ্ধার


প্রকাশিত:
২০ জুন ২০২৪ ১৮:০৬

আপডেট:
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১১


আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় ভারতের উত্তর সিকিমে আটকে থাকা বেশিরভাগ পর্যটককে উদ্ধার করতে পেরেছে প্রশাসন। সিকিম প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, লাচুংয়ে আটকে থাকা ১১৭৮ জন পর্যটককে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। অবশ্য আরও ৯১ জন পর্যটক আটকে আছেন। বুধবারের মধ্যে তাদের সবাইকে উদ্ধার করা যাবে বলে মনে করছে প্রশাসন। খবর আনন্দবাজার অনলাইন।

আবহাওয়া উন্নতির সঙ্গে সঙ্গে সোমবার উত্তর সিকিমে উদ্ধারকাজ শুরু হয়। সোমবার মোট নয়জনকে উদ্ধার করা হয় টুং থেকে। টানা বৃষ্টি এবং বার বার ধসের কারণে টানা উদ্ধারকাজ না চালিয়ে দফায় দফায় কাজ করছিলেন কর্মীরা।

 

গত ১১ জুন থেকে সিকিমে ব্যাপক বৃষ্টি শুরু হয়। তাতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক সড়ক। ডিকচু-সংকলন-টুং, মংগন-সংকলন, সিংথাম-রাংরাং এবং রাংরাং-টুং সহ উত্তর সিকিমের দিকে যাওয়ার একাধিক রাস্তা ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সিকিম এবং জংগু অঞ্চলে প্রাথমিক সংযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম সংকলন সেতু। সেই সেতুই ভেঙে পড়ায় পরিস্থিতি শোচনীয় হয়ে ওঠে। তার উপর খারাপ আবহাওয়ার কারণে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করতে সমস্যা তৈরি হয়।


তবে সোমবার থেকে যে পর্যটকেরা চুংথাংয়ে আটকে ছিলেন, তাদের দুপুর ১২টা নাগাদ উদ্ধার করা হয়। যাতে নির্বিঘ্নে সব পর্যটককে উদ্ধার করে আনা যায়, সেজন্য জেলা প্রশাসন থেকে পর্যটন এবং বেসামরিক বিমান পরিবহন দপ্তর একত্রে কাজে নামে। মঙ্গলবার মংগন থেকে প্রায় মিনিট ৪৫ হেঁটে নিরাপদ জায়গায় যেতে পেরেছেন ১০৬০ জন পর্যটক। উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় যেখানে যত পর্যটক আটকে রয়েছেন, সবাইকে নিরাপদে উদ্ধার করে আনতে সচেষ্ট সরকার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top