সিডনী শনিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৪, ১৩ই আশ্বিন ১৪৩১


শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১২

আপডেট:
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৫

ফাইল ছবি

 

সিরিয়ার কাছে বড় হারের পর গুয়ামের সঙ্গে ড্র—এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ের তৃতীয় ম্যাচে আজ স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

কাগজে কলমে বাংলাদেশের মূলপর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কিন্তু বাস্তবতা হচ্ছে, কাজটা বেশ কঠিন। কারণ দুই ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। ভিয়েতনাম ও সিরিয়া—দুই দলের সংগ্রহ সমান ৬ পয়েন্ট করে। গ্রুপের সেরা হিসেবে মূল পর্বে যেতে হলে দুই ম্যাচ জিতলেই হবে না মারুফুল হকের দলকে, মিলতে হবে অন্যান্য সমীকরণও। বাকি দুই ম্যাচের যে কোনো একটি থেকে পূর্ণ পয়েন্ট তুলতে না পারলেই বন্ধ হয়ে যাবে বাংলাদেশের পরবর্তী পর্বে উত্তরণের দুয়ার।

শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য সমীকরণের দিকে দৃষ্টি দিচ্ছে না দল সংশ্লিষ্টরা। ম্যাচের আগে বাংলাদেশি ফুটবলার মইনুল ইসলাম মঈন বলছিলেন, ‘আমরা এ ম্যাচ নিয়ে ভাবছি। আজ ভালো ট্রেনিং সেশন শেষ করেছি। আমাদের দুটি ম্যাচ আছে। গত ম্যাচে গোল করেছি, যদিও ম্যাচ ড্র হয়েছে। সামনের ম্যাচে গোল করার চেষ্টা করব। সবার চেষ্টা এবং নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে পারব বলে আশা করছি।’ ভিয়েতনামের পর ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচের আগে বাংলাদেশ দলের সহকারী কোচ জাহাঙ্গীর আলম মিন্টু বলছিলেন, ‘ভিয়েতনামের সঙ্গে তৃতীয় ম্যাচ খেলতে যাচ্ছি। ভিয়েতনামের দুটি ম্যাচই আমরা দেখেছি। দলটি বল দখলে রেখে কাউন্টার অ্যাটাকে খেলতে চেষ্টা করে। ভিয়েতনাম শক্ত প্রতিপক্ষ। আমরা নিজেদের শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগাতে চেষ্টা করব।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top