সিডনী শনিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৪, ১৩ই আশ্বিন ১৪৩১


ভ্রমণের জন্য পাঁচ বছরের ভিসা চালু করছে চীন-অস্ট্রেলিয়া


প্রকাশিত:
২২ জুন ২০২৪ ০৭:১১

আপডেট:
২২ জুন ২০২৪ ০৭:২৭

ছবি: সংগৃহীত

 

চীন এবং অস্ট্রেলিয়া একে অপরের দেশের নাগরিকদের পর্যটন ও ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করছে। শুক্রবার থেকেই এ ভিসা ব্যবস্থা চালু হচ্ছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়। খবর রয়টার্সের

চীনের নাগরিকরা এর আগে অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য ১ বছর পর্যন্ত কিংবা ঘন ঘন যাতায়তের জন্য ১০ বছর পর্যন্ত ভিসার জন্য আবেদন করতে পারত।


অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন ২০২০ সালে কূটনৈতিক বিরোধের কারণে কয়লা, ওয়াইন, বার্লি, কাঠসহ অস্ট্রেলিয়ান বিভিন্ন পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে অস্ট্রেলিয়ান লবস্টার রপ্তানি ছাড়া এখন সব বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে সীমান্ত বন্ধ থাকার পর চীন গত বছর কয়েকটি দেশের দর্শণার্থীদের জন্য ভিসার শর্ত কিছুটা শিথিল করেছিল।


তবে এবার চীনা প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরের সময় বলেছেন যে, চীন অস্ট্রেলিয়ার নাগরিকদেরকে ভিসামুক্ত ভ্রমণসুবিধাও দেবে। এর আওতায় অস্ট্রেলিয়ার নাগরিকরা ভিসা ছাড়াই ১৫ দিন পর্যন্ত চীনে ভ্রমণ করতে পারবে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top