সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


অবশেষে দেশে আসার টিকেট পেলেন লেবাননে থাকা অবৈধ বাংলাদেশিরা


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ০৪:১৮

আপডেট:
৫ ডিসেম্বর ২০১৯ ০২:১৫

অবশেষে দেশে আসার টিকেট পেলের লেবাননে থাকা অবৈধ বাংলাদেশিরা

প্রভাত ফেরী ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লেবাননে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিরা দেশে ফেরার সুযোগ পেয়েছেন। আগামী মঙ্গলবার থেকে এ প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম দফায় দেশটি থেকে বাংলাদেশে ফিরছেন ১৪৪ জন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এবং পরদিন বুধবার (২৭ নভেম্বর) কাতার এয়ারওয়েজের ফ্লাইটে করে লেবাননের রাজধানী বৈরুত থেকে ঢাকায় ফিরবেন।

লেবাননে বাংলাদেশে দূতাবাসের বিশেষ কর্মসূচির আওতায় দেশে ফিরছেন তারা। লেবানন সরকারের সঙ্গে দীর্ঘদিন কূটনৈতিক যোগাযোগ ও দেন দরবারের মাধ্যমে অবৈধ বাংলাদেশিদের জন্য এই ব্যবস্থা করে বাংলাদেশ দূতাবাস।

এর আগে লেবাননের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টায় অবৈধ এসব বাংলাদেশিদের দেশে ফেরার অনুমতি দিয়েছে দেশটি। গত সেপ্টেম্বর মাসে এ কর্মসূচি শুরু হলে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক হন প্রায় দুই হাজার ৫০০ অবৈধ বাংলাদেশি। দেশে ফেরার উদ্দেশে বাংলাদেশ দূতাবাসে নাম নিবন্ধনও করিয়েছিলেন তারা।

গত শনিবার দূতাবাসের হলরুমে অনুষ্ঠান করে ১৪৪ জন বাংলাদেশির হাতে বিমান টিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতা যদি না থাকতো তাহলে আরও আগেই তাদের দেশে পাঠানো সম্ভব হত। তারপরও শেষ পর্যন্ত তারা যেতে পারছেন এটাই সবচয়ে আনন্দের বিষয়।’

আগামী ডিসেম্বরে স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুক আরও ৪০০ অবৈধ প্রবাসী বাংলাদেশি এবং পর্যায়ক্রমে বাকিদের দেশে পাঠানো হবে বলে জানান রাষ্ট্রদূত।

উল্লেখ্য, কাগজপত্র না থাকায় লেবাননে বহু বাংলাদেশি অবৈধ হয়ে পড়েন। এসব বাংলাদেশিরা দেশে ফিরতে চাইলে দেশটির চলমান অস্থিরতার কারণে কোনোভাবেই দেশে যেতে পারছিলেন না। অবশেষে বাংলাদেশে দূতাবাসের বিশেষ কর্মসূচির আওতায় দীর্ঘদিনের জরিমানা মওকুফ করে অবৈধ এসব বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ দিয়েছে লেবানন সরকার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top