সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


সারাদেশে ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশিত:
১ জুলাই ২০২১ ১৯:৩১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৪:২০


প্রভাত ফেরী: বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে কঠোর বিধিনিষেধ। প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রুখতে এই বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
বিজিবির পরিচালক অপারেশন লে. কর্নেল ফয়জুর রহমান নিশ্চিত করে করে বলেছেন, বিধিনিষেধ আরোপ কার্যকর করতে রাজধানীসহ সারাদেশে ২০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
ফয়জুর রহমান বলেন, প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিজিবি মোতায়েন করা হয়েছে। এখনো অনেক জেলায় জেলা প্রশাসনের চাহিদা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুত রয়েছে বিজিবি। বিজিবির সদস্যরা জেলা প্রশাসনেরর চাহিদা ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। সর্বশেষ বেলা ১১টার তথ্যানুযায়ী সারাদেশে ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে বিধিনিষেধ আরোপ করেছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ বিধিনিষেধ ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top