বাংলাদেশে করোনাভাইরাস টিকা উৎপাদনের জন্য চীনের সাথে চুক্তি
প্রকাশিত:
১৭ আগস্ট ২০২১ ২০:২৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯
প্রায় এক বছরের চেষ্টার পর করোনা টিকা উত্পাদন প্রক্রিয়ায় ঢুকে পড়ল বাংলাদেশ। গতকাল সোমবার চীন সরকার, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল এসংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং ইনসেপ্টার চেয়ারম্যান আব্দুল মুক্তাদির। ঢাকা ও বেইজিংয়ে একযোগে অনুষ্ঠানটি পরিচালিত হয়। ঢাকা প্রান্তে রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ওই তিনজন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহাবুবুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন। চীনের প্রান্তে অন্যদের মধ্যে ছিলেন চীনের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের এশিয়ান অ্যাফেয়ার্স বিভাগের কনরেল জি রং, সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংজান ও সিনোফার্মের প্রধান প্রকৌশলী ফু কুয়াং।
এর মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে দেশে করোনার টিকা উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে মাসে চার কোটি ডোজ টিকা উৎপাদনের সক্ষমতা ইনসেপ্টার রয়েছে বলেও জানানো হয়েছে। এ ক্ষেত্রে ইনসেপ্টা চীনের সিনোফার্ম থেকে করোনা টিকার কাঁচামাল এনে দেশে বোতালজাত করবে। সরকার সাশ্রয়ী দরে ওই টিকা ইনসেপ্টার কাছ থেকে কিনে নেবে। তবে এখনো দরদাম চূড়ান্ত হয়নি।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, তিন মাসের মধ্যেই করোনার টিকা উৎপাদন শুরু করা যাবে বলে ইনসেপ্টার পক্ষ থেকে জানানো হয়েছে। আর মাসে চার কোটি ডোজ টিকা উত্পাদনে ইনসেপ্টার সক্ষমতা রয়েছে। দামের প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এখনো দরদাম চূড়ান্ত হয়নি। তবে ইনসেপ্টার সঙ্গে এ নিয়ে আরেকটি চুক্তি হবে, আমরা সাশ্রয়ী মূল্যেই তা পাব।’
এদিকে অনুষ্ঠানে বক্তব্যদানকালে পরারাষ্ট্রসচিব চীনের রাষ্ট্রদূতকে অনুরোধ করেন শুধু কাঁচামালই নয়, সিনোফার্ম যেন ইনসেপ্টাকে ফর্মুলাও দিয়ে দেয়। তবেই অন্যান্য ভ্যাকসিন ও ওষুধের মতো দেশে খুব সহজেই অনেক বেশি টিকা দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে উৎপাদন করা যাবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: