দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশকে সতর্ক থাকতে বললেন


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৭:০৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

 

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশকে সতর্ক থাকতে বললেন আইজিপি

আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে কেউ যাতে কোনো গুজব ছড়াতে না পারে, সে জন্য পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। পাশাপাশি পূজা উপলক্ষে পুলিশের টহল জোরদার করার নির্দেশনাও দেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসংক্রান্ত সভায় আইজিপি এসব নির্দেশ দেন। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় অতিরিক্ত আইজিপিরা, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি), বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top