সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


২০১৯ সালে নতুন নিয়মে ঢাবিতে ভর্তি পরীক্ষা


প্রকাশিত:
১২ আগস্ট ২০১৯ ২৩:০০

আপডেট:
১৯ মে ২০২৪ ০৪:৫৮

২০১৯ সালে নতুন নিয়মে ঢাবিতে ভর্তি পরীক্ষা

প্রভাত ফেরী ডেস্ক: এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে নতুন নিয়মে ভর্তি পরীক্ষা হবে। বহু নির্বাচনি প্রশ্নের (এমসিকিউ) পাশাপাশি থাকবে লিখিত পরীক্ষা। এতদিন শুধু নৈর্ব্যক্তিক (এমসিকিউ) প্রশ্নে পরীক্ষা নেওয়া হতো। আসন্ন-২০ শিক্ষাবর্ষ থেকে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। এমসিকিউ ৪০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৫০ মিনিট সময় থাকবে। সংক্ষিপ্ত আকারের লিখিত প্রশ্ন উত্তরপত্রের মধ্যেই থাকবে এবং সেখানেই উত্তর দিতে হবে। দুই অংশ মিলিয়ে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার ফল এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের ফলকে ১০০ নম্বর হিসাব করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।



এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষা হবে



এমসিকিউ = ৬০ নম্বর, সময়=  ৪০ মিনিট



লিখিত পরীক্ষা = ৪০ নম্বর, সময়=  ৫০ মিনিট



মোট নাম্বার =১০০, মোট সময়= ৯০ মিনিট



উত্তরপত্রের মধ্যেই লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে



শিগগিরই ভর্তি কমিটির সভায় এ বিষয়ে অনুমোদন নিয়ে তা ঘোষণা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৪টি বিভাগ রয়েছে। এগুলোতে প্রথম বর্ষে মোট আসন ৭ হাজার ৬৩০টি। পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



৫-২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ করা হবে। তবে টাকা জমা দেওয়ার শেষ সময় ২৮ আগস্ট। এবার মোট আবেদন ফি ১০০ টাকা বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর। এ ছাড়া বিজ্ঞান অনুষদভুক্ত‘ক’ইউনিটের পরীক্ষা ২০ সেপ্টেম্বর, কলা অনুষদভুক্ত ‘খ’ইউনিটের পরীক্ষা ২১ সেপ্টেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর। আর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা ১৪ সেপ্টেম্বর ও অঙ্কন অংশের পরীক্ষা হবে ২৮ সেপ্টেম্বর।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top