সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


আজ পবিত্র ঈদুল আজহা


প্রকাশিত:
১৩ আগস্ট ২০১৯ ০০:৩০

আপডেট:
১৯ মে ২০২৪ ০৩:৩৬

আজ পবিত্র ঈদুল আজহা

প্রভাত ফেরী ডেস্ক: আজ ১২ আগস্ট ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পূর্ণ ভাবগাম্ভীর্যে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। 



প্রায় সাড়ে চার হাজার বছর আগে মহান আল্লাহ নবী হযরত ইব্রাহীম (আ)-এর ঈমানের পরীক্ষা নেয়ার উদ্দেশ্যে তার একমাত্র ছেলে হযরত ইসমাঈল (আ)-কে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। নবী ইব্রাহীম (আ)-এর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্মরণে এ দিন ধর্মপ্রাণ মুসলিমরা পশু কোরবানি করে থাকেন।  



রবিবার সকালে রাজধানী ঢাকা, কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরসহ সারা দেশে ঈদের জামাত আদায় করেছেন ধর্মপ্রাণ বাংলাদেশি মুসলিমরা। মহান প্রভুর কাছে ক্ষমা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেছেন তারা।



ঈদের প্রধান জামাত সকাল ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ সর্বস্তরের মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে বলে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জামাতগুলো সকাল ৭টায়, ৮টায়, ৯টায়, ১০টায় এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় ঈদগাহ ময়দানে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।



রাজধানী ঢাকায় ৪০৯টি জায়গায় ঈদের জামাত হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে মোট ২৩০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে ১৭৯টি জায়গায় জামাত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল-আজহার নামাজের জন্য পর্যাপ্ত পানির সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।



ঈদের নামাজ আদায় শেষে প্রতিপালকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলিমরা প্রিয় পশু কোরবানি করছেন।



এদিকে, দেশব্যাপী শান্তিপূর্ণভাবে ঈদুল-আজহা পালনের জন্য নিরাপত্তা বাহিনীগুলো পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে। সেই সাথে তাদের সড়ক, নদী ও রেলপথে যান চলাচল নির্বিঘ্ন রাখার নির্দেশ দেয়া হয়েছে।



শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ‘ঈদ মোবারক’ লেখা ব্যানারে সজ্জিত করা হয়েছে।



ঈদ উপলক্ষে কারাগার, হাসপাতাল, সরকারি শিশু কেন্দ্র, ছোটমনি নিবাস ও আশ্রয় কেন্দ্রগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।



পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীকে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top