সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


প্রাথমিক শিক্ষকদের সমাবেশ, বেতন বৈষম্য দূর করতে ১৩ নভেম্বর পর্যন্ত সময়


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০১৯ ২২:৫৮

আপডেট:
১১ মে ২০২৪ ১৫:১০

প্রাথমিক শিক্ষকদের সমাবেশ, বেতন বৈষম্য দূর করতে ১৩ নভেম্বর পর্যন্ত সময়

প্রভাত ফেরী ডেস্ক: গ্রেড পরিবর্তন বেতন বৃদ্ধির দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে করতে পারেন নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তবে তারা কার্জন হলের সামনে সমাবেশ করেছেন। বুধবার সকাল থেকে শিক্ষকরা সেখানে জড়ো হয়েছেন। প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ছামছুদ্দীন মাসুদ জানিয়েছেন প্রায় ১০ হাজার শিক্ষক তাদের সাথে আছেন। আরও শিক্ষক এই সমাবেশে যোগ দিতে পথে আছেন।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে সমাবেশ থেকে শিক্ষকরা তাদের দাবি মেনে নিতে সরকারকে ১৩ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ে মধ্যে দাবি মেনে না নিলে তারা পিএসসি পরীক্ষাবর্জনসহ স্কুলে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষাণা দিয়েছেন।



শিক্ষকরা জানান, সারাদেশ থেকে আগত শিক্ষকরা সকাল সাড়ে ৮টা থেকে শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করলে কার্জন হলের সামনে পুলিশ তাদের বাধা দেয়। সময় শিক্ষকরা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষকদের ১৪টি সংগঠন নিয়ে গঠিতমোর্চা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদব্যানারে বুধাবার (২৩ অক্টোবর) সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশ থেকে শিক্ষক নেতারা জানায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন বাস্তবায়ন করতে হবে। জন্য সরকারকে ১৩ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলো। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) বর্জনসহ স্কুলে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হবে।



বেতন বৈষম্য নিরসনের দাবিতে এর আগেও চলতি মাসে শিক্ষকরা চারদিন বিভিন্ন মেয়াদে কর্মবিরতিও পালন করেন। প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার দাবিতে গত ১৪ অক্টোবর সারা দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। পরদিন ১৫ অক্টোবর পালন করা হয় তিন ঘণ্টার কর্মবিরতি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বাদ রাখেন শিক্ষকরা। ১৬ অক্টোবর এসব বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। এরই অংশ হিসেবে গত ১৭ অক্টোবর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতিতে যান শিক্ষকরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top