সিডনী বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


শৈবাল কথা : রওনক খান


প্রকাশিত:
২৫ মার্চ ২০২২ ০০:৩৪

আপডেট:
৮ মে ২০২৪ ০৭:২২

ছবিঃ: রওনক খান

 

কে তোমারে আনিলো মেয়ে 
ভুবন ছেয়ে গেছে উদগ্র আলোয় 
অন্ধকার গাঢ় হয় আকাশের গায়ে 
মাতালের টলমল পায়ে, দুলে উঠে রাজপথ

গ্রহতারা আড়াল করেছে যত গ্লানির বারতা, 

অপেক্ষায় উদভ্রান্ত পি
তাবারমেসে হাঁপানির টান, রাতভর জেগে রয়
ফুটোচাল, ছেঁড়া কাঁথা, জীর্ণ মাতৃক্রোড় 
কখন সে ঘরে ফেরে -
চাল ডাল তেল নুন ফুরোলে। 

মেকি রং শাড়ির আঁচলে 
যৌবন আনত হয় অকাল বোধনে
ভিটেমাটি, ভাঙ্গা ঘর দীনহীন সংসার 
অকূল জোয়ারে ভেসে পল্লীবালা
স্হিতু হল রাজপথ জুড়ে। 
মনে তার সোঁদা মাটি, পাকাধান 
নিধুয়া পাথার আর নিকোনো উঠোন।

 

ক্ষয়া চোখে উনুনে উথলে যায় অজস্র 
সাদাজুঁই ফুল, গরম ভাতের ঘ্রাণ। 
অকস্মাৎ আঁচলে পড়ল টান, 
হারালো সে আদিম গুহায় 
আর যত শ্যামলিমা, নিকোনো উঠোন 
গরম ভাতের ঘ্রাণ পিছে পড়ে রয়। 

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়: রওনক খান


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top