সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


চেনা শহর অচেনা : সাজিব চৌধুরী


প্রকাশিত:
১৩ জুন ২০২০ ২২:০৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১২:৩০

 

পালটে যাচ্ছে আমার চেনা শহর ।
দক্ষিণে লেকের জল কমেছে,
উত্তরে কমেছে পাহাড়ের উচ্চতা ।
সাগরের গভীরতা কিংবা প্রশস্ততা বেড়েছে ঠিকই, কমেছে ঢেউ ।

 

পথঘাটের পিচ খসে পড়ছে,
মিটমিট করে ল্যাম্পপোস্টের আলো ।
প্রতিদিন চুরি হয়ে যায় মসৃণতা,
মাঠ বিস্তীর্ণ ঘাসগুলো ফ্যাকাসে হয়,
স্থির দাঁড়ানো গাছটিও যেন মাথা নুয়ে পড়ছে ।
অবকাঠামো দুলছে বাতাসের সাথে ।

 

সবকিছু নেই নেই,
পাতা নেই, ছায়া নেই, বাইরের রঙ নেই,
দিন নেই, রাত নেই, বিলাসী চোখ নেই,
জোছনার আলো নেই ।

 

চোখ ফিরিয়ে নেয় পর্যটক,
আঁকাবাঁকা পথে হাঁটছে না প্রেমিক-পথিক ।
শিল্পকারখানায় বন্ধের ডাক ।
বাগান, পার্ক থেকে শুরু করে রহস্যগুহা,
সবকিছু ধীরে ধীরে হয়ে যাচ্ছে জনশূন্য ।

 

আমি একা একা বসে থাকি আমার শহরে,
চব্বিশ ঘণ্টা পাহারা দেই উত্তর থেকে দক্ষিণে,
ঘুরে আসি পূর্ব-পশ্চিম ।

 

একদিন আমিও থাকবো না এই শহরে,
চেনা শহর হয়ে যাবে অচেনা,
শহরটি হয়ে যাবে আলোহীন নিস্তব্ধ ।

 

সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top