মন পাখি: শ্রাবন্তী কাজী আশরাফী


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২০ ২১:৫৩

আপডেট:
২০ এপ্রিল ২০২০ ২৩:৫৪

 

মাচা ভাংগা লাউ গাছের 
কি আছে আশা? 
তার উপর বানছে পাখি 
যতন করি বাসা।                                             

উত্তরের হাওয়া আলি 
খড় কুটা উড়ে 
বুকের ভিতর পাখি ডরে 
নড়া চড়া করে। 

আইল ধরি পথ গেছে 
সর্ষে ক্ষেতের মাঠ 
বাম ধারে ধান সারি
ডাইনে শশ্মান ঘাট। 

কুপির আলোয় ধুপ জ্বালি 
খোপায় ফুলের রাশি 
বুক কাঁপে, কে বাজায় মরনের বাঁশি?

মানুষটা এমন কেন? দূরে চলি যায় 
সব ছাড়ি তবু কেন পাখিরে কান্দায়?
তয় কি পাখিটার নাই কুনো বুঝ 
নাই কুনো আকল? 
পুরুষের মনটা শুধু ধুন্দলের বাকল? 

 

 

শ্রাবন্তী কাজী আশরাফী
প্রধান সম্পাদক, প্রভাত ফেরী

 

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top