সিডনী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


করোনাকালের ছড়া; কোভিডিয়ট: রোমেন রায়হান


প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২০ ২১:৪০

আপডেট:
৫ মে ২০২০ ২০:১০

রোমেন রায়হান

 

কোভিড ১৯ শেষমেশ বুঝি
পরিণত হলো ফানে!
সাবধানবাণী ঢোকে না কিছুতে
কোভিডিয়ট এর কানে।

দল বেঁধে ছোটে হাটে, জানাজায়
ভিড়ে জনসমাগমে
কোভিডের কালে এইভাবে যদি
ইডিয়ট কিছু কমে!

যে নিজেই নিজে মরে যেতে চায়
বাঁচানো যায় না তাঁকে
বোকা পোকাগুলো আগুনে ঝাঁপায়
দলে দলে ঝাঁকে ঝাঁকে...

কোভিডিয়ট এর আচরণ দেখে
প্রেসার যাচ্ছে বেড়ে
ইডিয়টগুলো নিজেরা মরবে
অন্যকে যাবে মেরে।

 

লেখকঃ রোমেন রায়হান

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top