উৎসবমুখর পরিবেশে শুরু হলো রেমিয়ানস অস্ট্রেলিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫


প্রকাশিত:
৭ আগস্ট ২০২৫ ০০:০৭

আপডেট:
৭ আগস্ট ২০২৫ ০০:০৭

সংগৃহীত ছবি

সিডনির চেস্টার হিল কমিউনিটি সেন্টারে শনিবার, ২ আগস্ট ২০২৫, প্রাণবন্ত এক পরিবেশে অনুষ্ঠিত হলো রেমিয়ানস অস্ট্রেলিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন। এটি ফেস্টিভ্যালটির চতুর্থ বর্ষ এবং প্রতিবারের মতো এবারও আয়োজন ছিল প্রাণবন্ত সুশৃঙ্খল ও হৃদয় ছোঁয়া।

উদ্বোধনী পর্বের শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন সংগঠনের সভাপতি ড. মোহাম্মদ শারিয়ার। এরপর সাধারণ সম্পাদক শেখ শুভ অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সবাইকে আমন্ত্রণ জানান। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের সময় সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের সভাপতি ড. মোহাম্মদ শারিয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেমিয়ানস অস্ট্রেলিয়ার প্রেসিডিয়াম সদস্য ড. হালিম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক, লায়ন ড. মঈনুল ইসলাম, এবং ইঞ্জিনিয়ার রিজওয়ানুল কবীর।

রেমিয়ানস অস্ট্রেলিয়া সহ-সভাপতি ও স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫-এর প্রধান সমন্বয়ক সৈয়দ ইসতিয়াক আহমেদ সবাইকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে খেলোয়াড়, দর্শক ও স্বেচ্ছাসেবকদের আগাম ধন্যবাদ জানান এবং প্রতিটি ইভেন্টের দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটরদের পরিচয় করিয়ে দেন। এরপরই ড. মঈনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার রিজওয়ান কবীরের হাত ধরে ব্যানার উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় প্রতীক্ষিত খেলাধুলার আনুষ্ঠানিকতা—যা মুহূর্তেই অনুষ্ঠানে এনে দেয় টানটান উত্তেজনা ও প্রাণচাঞ্চল্য।

দিনব্যাপী চলা এই আয়োজনে অনুষ্ঠিত হয় ক্যারম, লুডু, দাবা ও ডার্ট প্রতিযোগিতা। রেমিয়ান সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন এই খেলাগুলোতে। প্রতিযোগিতাগুলো ছিল প্রাণবন্ত ও উত্তেজনায় ভরপুর।

বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে অন্যান্য বছরের তুলনায় অতিথির উপস্থিতি কিছুটা কম হলেও, উপস্থিত সদস্যদের আনন্দ, আড্ডা ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সকালের হালকা নাশতার পর পরিবেশিত হয় সুস্বাদু বিফ তেহারির মধ্যাহ্নভোজ। অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয় বিকাল ৫টার দিকে।

রেমিয়ানস অস্ট্রেলিয়া আশাবাদী, এই মাসব্যাপী ক্রীড়া উৎসব প্রবাসে থাকা রেমিয়ানদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করবে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top