রেমিয়ানস অস্ট্রেলিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫ শুরু ২ অগাস্ট থেকে
প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫ ১৪:১১
আপডেট:
১৫ জুলাই ২০২৫ ২২:১৫

সিডনি, অস্ট্রেলিয়া – প্রবাসী রেমিয়ানদের অন্যতম বৃহত্তম এবং বহুল প্রতীক্ষিত বার্ষিক আয়োজন "রেমিয়ানস অস্ট্রেলিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫" আগামী ২ অগাস্ট থেকে শুরু হয়ে পুরো সেপ্টেম্বর মাসব্যাপী ব্যাপক উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হবে।
প্রতি বছরের মতো এবারের এই ক্রীড়া উৎসবও রেমিয়ান সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাকে প্রধান উদ্দেশ্য হিসেবে নিয়েছে। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং ঐক্যবদ্ধ কমিউনিটি গঠন করা এই আয়োজনের অন্যতম মূল লক্ষ্য।
সিডনির ব্যস্ত নগরজীবনের মাঝে এই উৎসবটি রেমিয়ান পরিবারগুলোর জন্য একটি প্রাণবন্ত ও আনন্দঘন বিরতির সুযোগ হিসেবে কাজ করে। কেবল ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং প্রবাসজীবনে এটি প্রশান্তি, প্রাণবন্ততা ও সামাজিক বন্ধনের এক অনন্য মঞ্চ হিসেবে বিবেচিত।
এই আয়োজনে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন ক্যারাম, দাবা, লুডু, ডার্টস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেটসহ আরও অনেক খেলায়। এছাড়াও উৎসবের সমাপনী অনুষ্ঠানটি জমজমাট ফুটবল ম্যাচের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি সকল সদস্যদের অংশগ্রহণের আগ্রহ জানাতে Expression of Interest (EOI) ফর্ম চালু করেছে। যদি প্রিয় কোনো খেলা তালিকায় না পাওয়া যায়, তাহলে "Other" অপশন ব্যবহার করে সেই খেলার নাম উল্লেখ করার সুযোগ রয়েছে। পর্যাপ্ত আগ্রহ থাকলে অতিরিক্ত খেলা যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।
রেমিয়ানস অস্ট্রেলিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল শুধুমাত্র একটি ক্রীড়া উৎসব নয়; এটি প্রবাসী রেমিয়ানদের নিজেদের শিকড়ের সাথে সংযুক্ত থাকার এক অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। এই উৎসব অংশগ্রহণকারী সকলের জন্য স্মরণীয় মুহূর্ত ও অভিজ্ঞতা উপহার দিয়ে নতুন উদ্দীপনা সঞ্চার করে।
উৎসবের বিস্তারিত তথ্য ও সর্বশেষ আপডেটের জন্য যোগাযোগ করুন:
Web: remiansaustralia.org
Facebook: facebook.com/RemiansAustralia/
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: