সিডনী বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


মায়াবী এ জীবন : শাহিদা মিলকি


প্রকাশিত:
১১ অক্টোবর ২০১৯ ২২:১১

আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০৭:২১

 

তোমার নিয়মে সব কিছু কি ঠিক ঠাক চলে
তোমার নিয়মে সব কিছুই কি, সবাই ঠিক ঠাক বলে
তোমার বৈশাখী দুপুর উদাস হাওয়ায় দোলে
তোমার মায়াবী এ সংসার ভালোবাসা আর যুদ্ধে নিজস্ব নিয়মেই চলে।
তোমার গাছের পাতা ভেরের আলোয় থির থির কাঁপে
তোমার সুবেহ সাদেকের আহবান যেন আপন বোধের অনুভব মাপে
তোমার শিউলি ফোঁটা সকালটা হেমন্তের সুগন্ধে ভরে
তোমার কমলা রাঙা রোদে মালতীর ভেজা চুলের পানি টুপটাপ ঝরে ।
তোমার ঝর্ণাগান আর বৃষ্টির মধুর তানে এক মুঠো আকাশ দেখে ঘরকন্ন্যা চলে
আর প্রতিদিন মজিদ সাহেবের কোরআন তেলওয়াত একই নিয়মে সুর তোলে
তোমার ভাগিরথী সুবর্ণরেথা কুয়াশার চাদর গায়ে এলেবেলে ঘুরে
তোমার কাঞ্চজঙ্ঘ আর সীতাকুন্ড একপায়ে দাঁড়িয়ে যেন মিঠে রোদে বন্ধুত্ব করে ।
তোমার কাঠালের রস জৈষ্ঠ্যের  চিরল রোদ ভালোবাসার জলে সিক্ত হয়
তোমার কাজল পরা জনপদ ইমারতের ভারে নুহ্য হয় ।
তোমার দেয়া এজীবন ভুলের ফসল কুড়াতে কুড়াতে সায়াহ্নের কড়া নাড়ে
তাই তো এজীবন জীবনের দামে বুকিং দিতে চায় দারুল কারারে ।  

 

শাহিদা মিলকি
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top