নিউ সাউথ ওয়েলসে আরও দু’জন করোনায় মৃত্যু
প্রকাশিত:
২৫ জুলাই ২০২১ ২১:২৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২০

প্রভাত ফেরী: নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ১৪১টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে। দু’ব্যক্তির মৃত্যু হয়েছে। এরা দু’জনই নারী। একজনের বয়স ছিল ৭০ এর কোঠায় এবং দ্বিতীয় জনের বয়সও ছিল ৩০ এর কোঠায়। দ্বিতীয় এই নারীর আগে থেকে বিদ্যমান কোনো অসুস্থতা ছিল না, বলেন প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান।
অতিরিক্ত ৫০,০০০ ফাইজার কোভিড-১৯ ডোজ পাবে নিউ সাউথ ওয়েলস। ইতোমধ্যে, একটি বিশেষ পুলিস ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে গতকালের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীদেরকে সনাক্ত করার জন্য। আর, বিধি লঙ্ঘনের কারণে ৫১০টি জরিমানা নোটিশও জারি করা হয়েছে।
বিষয়: অস্ট্রেলিয়া খবর
আপনার মূল্যবান মতামত দিন: