এম মাহমুদুল হাসানের
ক্যারিয়ার বিষয়ক বই “অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার”
প্রকাশিত:
১২ মার্চ ২০২৫ ১০:১৮
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২০

গত ২২ শে ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৫টায় একাসিয়ারিজ ব্রিসবেন হলে অনুষ্ঠিত হলো লেখক এবং প্রকৌশলী এম মাহমুদুল হাসানের প্রথম ক্যারিয়ার বই “অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার” মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
নিবেদিত প্রান সমাজসেবক ড: যীশু দাশ গুপ্তের পরিচালনায় ও প্রান্তবন্ত উপস্থাপনায় এই অনুষ্ঠানে বইটি সম্পর্কে ও লেখকের প্রসঙ্গে বক্তব্য রাখেন ড: এম এ হাকিম নিউটন, প্রকৌশলী ইউসুফ ভুইয়া, প্রকৌশলী শাহানুর রহমান, লেখক ড: আব্দুল কাদির, ও ব্যাবের প্রেসিডেন্ট তাহসিন আলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য লেখক মহিবুল আলম এবং ব্রিসবেন ও গোল্ডকোস্টের সূধীজন ও শুভানুধ্যায়ীরা। লেখকপত্নী ফারজানা আজিজ লেখকের সম্পর্ক কিছু তথ্য বই থেকে পড়ে শোনান।
লেখকের সঙ্গে কথোপকথনে নিম্নলিখিত তথ্য লেখক জানিয়েছেন যা তাঁর বইয়ের লেখকের কথা অংশে অন্তর্ভুক্ত আছে।
“দেশ থেকে অনেক দুরে থাকি। দেশ ছেড়ে এসেছি ১৫ বছর হলো । অস্ট্রেলিয়াতেই স্হায়ী হয়ে থাকছি। দেশের মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে তা যতই ক্ষুদ্র হোক না কেনো । অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার বইটি বাংলাদেশিদের এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য অনেক তথ্য সম্বলিত একটি বই। আমার জানামতে আর কোন লেখক অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার, পরামর্শ ও উপদেশ নিয়ে বিশদভাবে লিখেন নাই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও পেশাদার চাকরি যারা করছেন তাদের অভিজ্ঞতার সমন্বয়ে বইটি লিখা হয়েছে।অনেক যোগ্য প্রফেশনাল বাংলাদেশি অস্ট্রেলিয়াতে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এই বইটি বেশ অনুপ্রাণিত করবে এবং বেশ ভালো গাইডলাইন দিবে। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকে যোগাযোগ করে এবং নানা ক্যারিয়ার বিষয়ক সাজেশন নিয়ে উপকৃত হয়েছেন। তাছাড়া আমি দীর্ঘ ৮ বছর যাবত ক্যারিয়ার বিষয়ক লিখালিখি করি যার অনেক ভালো ফিডব্যাক আমি পেয়েছি অস্ট্রেলিয়াতে। আর এই লিখাগুলি বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে দিতে পারলে অনেক বাংলাদেশি ছাত্র এবং প্রফেশনালরা উপকৃত হবে বলে আমি মনে করি।
নানা সময়ে আমাকে ক্যারিয়ার বিষয়ক ডকুমেন্ট রিভিউ ও উপদেশ দিয়ে সহায়তা করেছেন শ্রদ্ধেয় বড় ভাই ডঃ এম এ হাকিম নিউটন ও ড: যীশু দাশ গুপ্ত। ক্যারিয়ার বিষয়ক কর্মশালা ও রেডিও টকশো আয়োজনে ব্রিসবেন ও সিডনির অনেক ছোট ও বড় ভাই, আপু ও ভাবিরা সহায়তা করেছেন। ক্যারিয়ার বিষয়ক অনেক টার্ম ইংরেজিতে লিখতে হয়েছে যার বাংলা সমার্থক শব্দ খুঁজে পাওয়া বেশ কষ্টকর ছিলো। বইটির প্রথম প্রকাশে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, পাঠকরা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বইটির ব্যাপারে কোন মতামত থাকলে তা জানাতে পারেন, অশেষ কৃতজ্ঞ থাকবো । দরকারি এই বইটি পড়ার ও অন্যদেরকে পড়তে উৎসাহিত করার বিনীত অনুরোধ থাকলো। অনেক ধন্যবাদ।”
লেখকের এই বইটি বাংলাদেশীদের ও অস্ট্রেলিয়ায় প্রবাসীদের চাকরি ও ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মোড়ক উন্মোচন প্রোগ্রামে উপস্থিত সূধীজনরা আশা ব্যক্ত করেন। লেখক বইটির কৃতজ্ঞতা অংশে বেশ কতগুলি প্রতিষ্ঠান ও লেখকের লেখা কার্যক্রম সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করেছেন। প্রভাত ফেরির নাম এই তালিকায় রয়েছে । লেখক ক্যারিয়ার ও সাস্টেবিলিটি সংক্রান্ত কিছু লেখা প্রভাতফেরিতে লিখেছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: